সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১, ২০১৯

খুব শীঘ্রই মন্দারমণিতে মেরিন ড্রাইভ

খুব শীঘ্রই মন্দারমণিতে মেরিন ড্রাইভ

বাংলার সৈকতে বেড়াতে যেতে আগ্রহী পর্যটকদের জন্য সুখবর। খুব শীঘ্রই দীঘা-মন্দারমণি মেরিন ড্রাইভ তৈরী হয়ে যাবে। এর পোশাকি নাম সৈকত সরণী। এর ফলে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি ও তাজপুর একসঙ্গে ঘোরা সহজ হয়ে হবে। এর ফলে দীঘা ও মন্দারমণির দুরত্ব কমবে প্রায় ১২ কিলোমিটার।

বেশীর ভাগ পর্যটক সাধারণত এই চারটি সৈকতের যে কোনও একটিতে ঘুরতে যান। যারা দীঘা থেকে বাসে যান, চাউলখোলা মোড়ে নেমে অটো বা টোটোতে করে মন্দারমণি, শঙ্করপুর বা তাজপুরে যান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাদ্ধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের ঘোষণা হয় ২০১৪ সালে। এই রাস্তায় তিনটি সেতু তৈরী হওয়ার কথা – দীঘা থেকে ৫ কিলোমিটার দূরে নয়াকালি মন্দিরের কাছে, দ্বিতীয়টি মন্দারমণির কাছে জালদায় এবং অন্যটি সৌলাতে।

রাজ্য সরকার চালিত ম্যাকিন্টশ বার্ন এই প্রকল্পের কাজ করছে। ২০১৭ সালের ১২ই জুলাই পূর্ব মেদিনীপুরে এক প্রশাসনিক বৈঠকে এই কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন।