সাম্প্রতিক খবর

জুলাই ২৯, ২০১৯

‘দিদিকে বলো’ - জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের নতুন কর্মসূচী

‘দিদিকে বলো’ - জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের নতুন কর্মসূচী

এবার সরাসরি রাজ্যের জনগণ নিজেদের অভাব, অভিযোগ, সমস্যা বা অন্য কোনও বিষয়ে মতামত জানাতে পারবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ‘দিদি’-কে। সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে একটি বিশেষ নম্বর ও একটি ওয়েবসাইটের ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রচারাভিযান শুরু হচ্ছে। জনগণের সঙ্গে আরও বেশী করে জনসংযোগ করার জন্য, সোজাসুজি তাঁদের কথা শোনার জন্য তৃণমূলের তরফে আমরা একটা ফোন নম্বর দিচ্ছি। নম্বরটি হল, ৯১৩৭০৯১৩৭০, এর পাশাপাশি www.didikebolo.com ওয়েবসাইটে লগ ইন করেও মতামত জানাতে পারবেন।

আগামী ১০০ দিনে তৃণমূল কংগ্রেসের ১ হাজারের বেশী নির্বাচিত প্রতিনিধি ও বিভিন্ন পদাধিকারীরা ১০ হাজারেরও বেশী গ্রামে ও শহরে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। সাধারণ মানুষের পাশাপাশি দলের কর্মীদের কথাও শোনা হবে।
নাগরিকরা যাতে তাদের কথা বলতে পারেন তাই সিএমআরও-তে একটা অভিযোগ জানানোর সেল খোলা হয়েছে।

এই প্রচারের উদ্দেশ্যে চিরাচরিত এবং আধুনিক গণসংযোগের মাধ্যম। একটি ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা তৈরী করছি যাতে জনগণ আমাদের কাছে সরাসরি পৌঁছতে পারেন। সব সমস্যার সমাধান আমরা করতে পারব তা নয়, কিন্তু, যতটা সম্ভব চেষ্টা করব। পাশাপাশি তৃণমূল স্তরে প্রচার চালাবে জনপ্রতিনিধি ও দলের কর্মীরা।

সবশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নেত্রী জানান, তৃণমূল খুব গরিব দল। সব দল বিজেপির মতো বড়লোক নয়। হোল টাইমার বিজেপি, আর সিপিএম করে, এর জন্য ওদের অনেক ফান্ড আছে। নির্বাচনের খরচ করার জন্য তৃণমূলকে অনেক পরিশ্রম করতে হয়।