সেপ্টেম্বর ৭, ২০২১
গতবারের মতো এবারও কঠোরভাবে কোভিড বিধি মেনেই দুর্গাপুজো হবে: মুখ্যমন্ত্রী

শারদীয়া উৎসব উপলক্ষে আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তব্যের কিছু অংশ:
গতবছরও করোনা পরিস্থিতিতে পুজো হয়েছে। আগের বছর যে যে নিয়ম বলবৎ ছিল, এবারও তাই থাকবে।
নতুন করে কোনও নিয়ম জারি করার নেই। প্রত্যেককে সচেতন থাকতে হবে।
গতবারের মতো এবারও কঠোরভাবে কোভিড বিধি মেনেই দুর্গাপুজো হবে।
মানতে হবে দূরত্ববিধি, মাস্ক পড়তে হবে।
পুজোর সময় সাধারণ মানুষকে দেওয়ার জন্য ক্লাবে পর্যাপ্ত স্যানিটাইজার, মাস্ক রাখতে হবে।
ক্লাব গুলিকে করোনা সচেতনতা প্রচারে পরামর্শ।
১৫-১৭ অক্টোবর বিসর্জন। কার্নিভাল নিয়ে পরে সিদ্ধান্ত।
পুজোর রাতে ছাড় নিয়ে পরে সিদ্ধান্ত হবে নির্বাচনের পর।
রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। তবে ঢিলেমি দিলে চলবে না।
রাজ্যের মোট ৩৬,০০০ টি ক্লাবের পুজো নথিভুক্ত করা আছে।
কলকাতায় নথিভুক্ত পুজোর সংখ্যা ২,৫০০।
মহিলা পরিচালিত পুজোর সংখ্যা ১,৫০০।
রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে ৫০,০০০ টাকা অনুদান দেওয়া হবে।
প্রতিটি কমিটির বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।