সাম্প্রতিক খবর

অগাস্ট ১০, ২০২১

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বার বার বলেছি, কেন্দ্র গুরুত্ব দেয়নি: ঘাটালে মমতা বন্দ্যোপাধ্যায়

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বার বার বলেছি, কেন্দ্র গুরুত্ব দেয়নি: ঘাটালে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে করে ঘাটালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। দুর্গতদের ত্রাণ বিলি করেন।

 

অনুকূল ঠাকুরের আশ্রমে যান মমতা। সেখানে গিয়ে মন্দিরের পুরোহিতদের সঙ্গে দেখা করেন তিনি। আশ্রমের বাইরে জড়ো হয়েছিলেন কিছু মানুষ। তাঁদের ত্রাণ দেন মুখ্যমন্ত্রী।

এরপর সেখানে জলের ওপর দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।  তিনি বলেন –

বার বার কেন্দ্রকে বলা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্র। এ রকম হলে বার বার বন্যা হবে। কেন্দ্রের কাছে আবার মাস্টার প্ল্যানের দাবি জানাব। কেন্দ্রীয় সেচমন্ত্রীর কাছে প্রতিনিধি দল পাঠাব।

পরিকল্পিত ভাবে বন্যা করা হচ্ছে। ৫০০ কোটি টাকায় চেকড্যামগুলি তৈরি হয়েছে। কিন্তু পরিকল্পনা করে কাজ হচ্ছে না। প্রশাসনকে আরও বেশি কাজ করতে হবে। আরও অনেক ক্যাম্প তৈরি করতে হবে।

ঘাটালের পরিস্থিতি খুবই ভয়াবহ। সব দেখলাম, ছবিও তুলেছি। কলকাতায় ফিরে গিয়ে রিপোর্ট তৈরি করব।