সাম্প্রতিক খবর

অগাস্ট ১৬, ২০১৮

টাকার মূল্য সর্বনিম্ন হওয়ার প্রতিবাদে মুখর হলেন বাংলার মুখ্যমন্ত্রী

টাকার মূল্য সর্বনিম্ন হওয়ার প্রতিবাদে মুখর হলেন বাংলার মুখ্যমন্ত্রী

ডলারের অনুপাতে টাকার মূল্য সর্বনিম্ন হয় এই সপ্তাহে। আজ ফের ডলারের সাপেক্ষে নেমেছে টাকার দাম।ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এত কম টাকার মূল্য কখনও হয়নি। টাকার দাম ক্রমাগত কমতে থাকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, টাকার এই ধস ছোটো ব্যবসাকে নষ্ট করে দেবে।আজ ট্যুইটে এক বার্তার মাধ্যমে এর প্রতিবাদ করেন বাংলার মুখ্যমন্ত্রী।

 

তিনি লেখেন, টাকার মূল্য সর্বকালীন নিম্ন। আমরা চিন্তিত। জ্বালানি তেলের আমদানি মূল্য এবার বাড়বে। আনাজের দাম বাড়বে। নোটবাতিলের পর টাকার মূল্য কমল, অসংগঠিত ক্ষেত্র এবং ছোট ব্যাবসায়ীরা আবারও ক্ষতিগ্রস্থ হবে। কৃষকদের সংকট আরও বাড়বে।