Latest News

November 15, 2016

Demonetisation: Mamata Banerjee slames Centre for “black mechanism” with indelible ink

Demonetisation: Mamata Banerjee slames Centre for “black mechanism” with indelible ink

Bengal Chief Minister Mamata Banerjee said that she will be meeting the President of India tomorrow, no matter what.

“Old Rs 500/1000 notes are being allowed in railways, petrol pumps. NHAI too have been exempted. But no exemption for state sector agriculture, co-operatives… No exemption for patients in private hospitals, nursing homes or for non-prescription medicines. Why this discrimination? The situation is serious. Very grim. People are suffering. We will meet the Hon. President tomorrow, no matter what,” Mamata Banerjee tweeted.

The Bengal Chief Minister lashed out at the Government’s decision to mark the depositors with indelible ink.

“Desperate attempt to start a ‘black mechanism’ with indelible ink shows this Govt distrusts the common people… Also, there are by-elections on Nov 19. What will the EC say about this decision to put indelible on prospective voters?” the Bengal CM tweeted.

নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামীকাল নোট বাতিল সমস্যা নিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, “পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট রেল এবং পেট্রোল পাম্প, ন্যাশনাল হাইওয়েতে নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের অধীন কৃষিক্ষেত্র  ও সমবায়কে কোন ছাড় দেওয়া হয়নি কেন? বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমে রোগীদের জন্য ওষুধে কোন ছাড় নেই। কেন এই বৈষম্য? পরিস্থিতি খুবই সংকটজনক ও ভয়াবহ। সাধারণ মানুষ এর জন্য চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা আগামীকাল যেভাবেই হোক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব”।

নোট বদলের পর হাতে কালি লাগানোর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তাঁর টুইট, “কেন্দ্রীয় সরকার কি মানুষকে বিশ্বাস পর্যন্ত করে না? সাধারণ মানুষের হাতের কালি এবারে ওদের মুখে পড়বে। আগামী ১৯ নভেম্বর উপ-নির্বাচন। নির্বাচন কমিশন সরকারের এই সিদ্ধান্তকে কি বলবেন?”