ফেব্রুয়ারি ৭, ২০১৯
বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন ৩৫টি দেশের প্রতিনিধিরা
বিশ্বের দরবারে রাজ্যের শিল্প সম্ভাবনাকে তুলে ধরার জন্য দু’দিনের বার্ষিক মহাযজ্ঞ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে আজ।
রাজ্যের শিল্প সম্ভাবনা ও শিল্প-বান্ধব ভাবমূর্তিকে তুলে ধরে লগ্নি টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ২০১৫ সালে প্রথম দু’দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করে। ভালো সাড়াও মেলে সেই শিল্প সম্মেলনে। দু’দিনের ওই সম্মেলনে লগ্নি প্রস্তাব এসেছিল ২,৪৩,১০০ কোটি টাকার! দেশের তাবড় শিল্পপতিরা ছাড়াও ২০টি দেশ থেকে বাণিজ্য প্রতিনিধি দল এসেছিল।
রাজ্যে লগ্নি টানতে মুখ্যমন্ত্রীও এরপর ছুটে গিয়েছেন জার্মানি, ইতালি প্রভৃতি ইউরোপের দেশগুলিতে। সেই সূত্রেই পরের তিনটি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিদেশী প্রতিনিধিদের যোগদান বেড়েছে, এসেছে নতুন নতুন লগ্নি প্রস্তাবও। রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, গত চারটি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট ৯,৪৮,৫৬৯ কোটি টাকা রাজ্যে লগ্নি করার প্রস্তাব এসেছে এবং এর অর্ধেক বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
৩৫টি দেশের প্রতিনিধি
এই বছর ৩৫টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন। ১২টি দেশ এবছরের সম্মেলনের পার্টনার। এবারের বাণিজ্য সম্মেলনের পার্টনার দেশগুলি হল, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, চেক রিপাবলিক, লুক্সেম্বার্গ, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, পোল্যান্ড, কোরিয়া রিপাবলিক, সংযুক্ত আরব আমিরশাহি ও ফিনল্যান্ড।
এই প্রথম লুক্সেম্বার্গ
ভারতে এই প্রথম লুক্সেম্বার্গ কোনও সম্মেলনে অংশ নিচ্ছে। লুক্সেম্বার্গ নিয়ে একটি দেশীয় সেশন অনুষ্ঠিত হবে। লুক্সেম্বার্গের নিয়োজিত ভারতে রাষ্ট্রদূত এই দলের নেতৃত্ব দেবে। পল ওয়ার্থ, রোটারেক্স ইঞ্জিনিয়ারিং, বসন এনার্জি, সেরাটিজিট, অ্যামের সিল কেটেক্স এবং আইনি সংস্থা আরেন্ড অ্যান্ড মেডারনাচ ছাড়াও অনেক সংস্থা আসছে।
ইউনাইটেড কিংডম
ইউনাইটেড কিংডম নিয়েও একটি দেশীয় সেশন অনুষ্ঠিত হবে। স্টার্ট আপ নিয়ে যৌথ সেশন হবে। পূর্ব এবং উত্তর পূর্বের প্রবেশদার হিসেবে ব্রিটেন বাংলার সঙ্গে বাণিজ্যে আগ্রহী। ব্রিটেনের ভারতে নিয়োজিত বাণিজ্যিক কমিশনার এই দলের নেতৃত্ব দেবেন। বিভিন্ন সংস্থার কর্ণধার, যেমন অক্সসাইট লিমিটেড, ইউকেআইবিসি সংস্থা আসবেন।
ফ্রান্স
ফ্রান্স থেকে ২২ সদস্যের প্রতিনিধি দল আসছে এই সম্মেলনে। তাদের নেতৃত্ব দেবেন ভারতে নিয়োজিত ব্রিটেনের রাষ্ট্রদূত। এই দলে থাকছে মন্ত্রী কাউন্সেলর এবং ভারতে নিয়োজিত ফ্রান্সের আঞ্চলিক অর্থ দপ্তরের প্রধান, এবং কলকাতার ফ্রান্সের কন্স্যুল জেনারেল। ১৪টি সংস্থার শীর্ষ প্রতিনিধিরা আসছেন। যেমন, অ্যাকর, অ্যালস্টম, ব্যাসেটি, ক্যাপজেমিনি, ডেকাথলন অ্যান্ড স্নাইডার ইলেক্ট্রিক কোম্পানির মত নামী সংস্থা।
লাতিন আমেরিকা
এই বছর প্রথম লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশ মিলিয়ে মোট ১৮টি দেশ থেকেও প্রতিনিধি আসবেন। এই দেশগুলির দলটিকে বলা হয় এলএসি।
গত নভেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত ‘ইন্ডিয়া ল্যাক বিজনেস কোঅপারেশনঃ স্পেশ্যাল ফোকাস অন ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক সম্মেলনে এই প্রতিনিধিদের কয়েকজন অংশ নেন। বাংলা ও ল্যাক দেশগুলির মধ্যে কিছু কমন ক্ষেত্র আছে যেমন, চামড়া, বস্ত্র তথ্য প্রযুক্তি ইত্যাদি।
সৌজন্যেঃ এই সময়
ফাইল চিত্র