সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৩০, ২০১৮

বর্ষার ছুটি সেরে স্বমহিমায় ফিরছে ‘দেখো রে’

বর্ষার ছুটি সেরে স্বমহিমায় ফিরছে ‘দেখো রে’

লালদিঘির সপ্তাহান্তের সঙ্গীত মুখর আকর্ষণ ‘দেখো রে’ আবার ফিরছে। সংযোগ হয়েছে আরও নতুন কিছু আকর্ষণ। হস্তশিল্পে পাওয়া যাবে বিপুল ছাড়।

প্রসঙ্গত বলা যায়, লালদিঘি অঞ্চলকে সপ্তাহান্তে জনগণের এক বিনোদনের জায়গা করে তুলতে এই ‘দেখো রে’ অনুষ্ঠানটি শুরু হয়। উদ্যোগটি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত। অনুষ্ঠানটির নামকরণও করেন তিনিই। এক সঙ্গীতমুখর সন্ধ্যা, সাথে হস্তশিল্প সামগ্রীর সম্ভার ও মুখরোচক খাবার। কে না চাইবে এখানে আসতে?

প্রতি শনি ও রবিবার এই অনুষ্ঠান আয়োজিত হয়। এখানে সঙ্গীত পরিবেষণ ছাড়াও খাদ্যদ্রব্য এবং নানারকম হস্তশিল্প দ্রব্য পাওয়া যায়। এর পাশাপাশি, এখানে যাতে এবার হরিণঘাটার মাংসও পাওয়া যায়, তার ব্যবস্থা করা হচ্ছে।

‘দেখো রে’ শুরু হয় ২০১৭ সালের এপ্রিল মাসে। কিন্তু, বর্ষার কারণে তা বন্ধ রাখা হয়। আশা করা যায়, আবার শুরু হতে চলা ‘দেখো রে’ অনুষ্ঠানে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সপ্তাহান্তের ক্লান্তি কাটাতে আসবেন।