সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৮, ২০১৮

লোকসভা ভোটে বিপ্লব দেখবে বিজেপি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা ভোটে বিপ্লব দেখবে বিজেপি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে শুধু গণরায়ই নয় বিপ্লব ঘটবে। মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এখানে ফ্র‌্যাঙ্কফুর্ট শহরে সকালে রোজকার অভ্যেস মতো ‘মর্নি ওয়াকে’ বেড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। চলতে চলতেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন। রাজ্যের শিল্পায়ন নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রে মোদী সরকারেরও কড়া সমালোচনা করেন। বিভিন্ন জনবিরোধী কর্মসুচী দেশজুড়ে যেভাবে নিয়েছেন প্রধানমন্ত্রী ও দল, তারই বিরুদ্ধে এখানে সরব হন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে প্রচুর সামাজিক প্রকল্প আমরা হাতে নিয়েছি। সাধারণ মানুষের উপকারে লাগে তা পৌঁছে দিতে চাইছি। সেখানে কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী পদক্ষেপ নিচ্ছে। পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়াচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে। স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছে। মুখ্যমন্ত্রী আশা করছেন, দেশের মানুষ যেভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, তাঁর ফল মিলবে ভোট বাক্সে। আগামী বছর লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে সেই বার্তা দেশের প্রতিটি কোনো পৌঁছে গিয়েছে। সেজন্যই তাঁর এই ওই মন্তব্য, ‘বিপ্লব ঘটবে লোকসভা ভোটে।’ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি কার্যকর করতে দফায় দফায় প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে কন্যাশ্রী, সবুজসাথী, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, দু টাকা কেজি দরে চাল ইত্যাদির কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। আমরা রাজ্যের উন্নয়নে এত কাজ করছি সেখানে দিল্লীর সরকার জনবিরোধী পদক্ষেপ নিচ্ছে। ‌