সেপ্টেম্বর ৭, ২০১৮
সংশোধনাগারের বন্দিদের তৈরী পণ্য বিক্রি হবে পাটুলির ভাসমান বাজারে

দমদম সেন্ট্রাল কারেকশনাল হোম (ডিডিসিসিএইচ) এবং প্রেসিডেনসি সেন্ট্রাল কারেকশনাল হোমের (পিসিসিএইচ) বন্দিদের তৈরী পণ্য বিক্রি হবে পাটুলির ভাসমান বাজারে। কয়েদিদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সংশোধন প্রশাসন দপ্তর।
বন্দিদের তৈরী এই পাটজাত পণ্য বিক্রি করার জন্য জলাশয়ের উপর একটি নৌকা বরাদ্দ করা হয়েছে। গত ২৮ আগস্ট এর উদ্বোধন হয়।
ডিডিসিএইচ এবং পিসিএইচ এর মোট ৫০ জন বন্দিকে ছয় মাসের জন্য পাটজাত পণ্য উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হয়ছে। সংশোধন প্রশাসন বিভাগের সহযোগিতায় “জুট স্টোরি বিয়ন্ড বার্স“ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গত বছর এই উদ্যোগ নেওয়া হয়।
প্লাস্টিকের ব্যবহারকে নিয়ন্ত্রণ করার জন্যও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাট বায়োডিগ্রেডেবল এবং টেকসই। এখানে পাটের এক একটি থলি বা ব্যাগ ১৮ টাকায় পাওয়া যাবে। ব্যাগ ছাড়াও অন্যান্য পাটজাত সামগ্রী – যেমন মাদুর, কুশন কভার, উপহার সামগ্রী, ফাইল-ফোল্ডার সহ ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস – এখানে পাওয়া যাবে।
ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই ভাসমান বাজার। শুধুমাত্র স্থানীয় ক্রেতারা নন, দূর-দূরান্ত থেকেও বহু মানুষ, এমনকি পর্যটকরাও এই বাজারে আসেন।