সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৯, ২০১৯

কৃষকদের সুবিধার্থে রাজ্য জুড়ে ৩৬৪১টি এটিএম চালু করছে সমবায় দপ্তর

কৃষকদের সুবিধার্থে রাজ্য জুড়ে ৩৬৪১টি এটিএম চালু করছে রাজ্য সমবায় দপ্তর। আগামী মার্চ মাসের মধ্যেই এই এটিএমগুলি চালু হয়ে যাবে। যে সমস্ত কৃষকের সমবায় ব্যাঙ্ক ও সমবায় সমিতিতে অ্যাকাউন্ট আছে, তাঁরা এই এটিএমগুলি ব্যবহার করতে পারবেন। এর জন্য তাঁদের একটি করে এটিএম কার্ডও দেওয়া হবে। সমবায় দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোটা রাজ্যে প্রায় ৮১ লক্ষ কৃষক সমবায় ব্যাঙ্ক ও সমবায় সমিতির সঙ্গে যুক্ত আছেন। তাঁদের সুবিধার্থে এই এটিএম চালু করার জন্য কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে নির্দেশ দেন। তারপরই সমবায় দপ্তর এই এটিএমগুলি চালু করার প্রস্তুতি নেয়।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, আমরা আগে কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি চালু করেছিলাম। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে এটিএম চালু করতে চলেছি। এতে লক্ষ লক্ষ কৃষক সুবিধা ভোট করবেন। সমবায়মন্ত্রী বলেন, কৃষকদের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন। এটি হলে গ্রামীণ এলাকার মানুষ, বিশেষত কৃষকরা আরও সুবিধা পাবেন।

গত আর্থিক বছরে সমবায় দপ্তর ৮ হাজার কোটি টাকা কৃষিঋণ দিয়েছে। আগামী আর্থিক বছরে অর্থাৎ ২০১৯-২০ বছরে এই ঋণ দেওয়ার পরিমাণ অনেকখানি বাড়ানো হবে। এছাড়াও প্রায় ১৪ লক্ষ কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। আগামী আর্থিক বছরে তার সংখ্যাও বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে।

এখন কৃষকদের টাকা তোলার জন্য সমবায় সমিতি বা ব্যাঙ্কে গিয়ে তুলতে হয়। বারবার টাকা তোলা সহজ নয় বলে একসঙ্গে অনেক টাকা তাঁরা তুলে নেন। এতে কৃষকদের সমস্যা হয়। আবার অনেকে টাকা খরচ করে ফেলেন। কিন্তু, এটিএম কার্ড হয়ে গেলে তাঁরা প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন। আবার কৃষিঋণের টাকাও এক সঙ্গে তাঁদের তুলতে হবে না। প্রয়োজনমতো তাঁরা তুলতে পারবেন। এখন যে কাস্টমার সার্ভিস পয়েন্ট তৈরি হয়েছে, সেটিও নির্দিষ্ট সময় খোলা থাকে। কিন্তু, এটিএমে ২৪ ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে।

এখন সমবায় ব্যাঙ্ক ও সমিতির মধ্যে কোর ব্যাঙ্কিং সিস্টেম চালু হয়ে গিয়েছে। ফলে কৃষকদের নির্দিষ্ট ব্যাঙ্কেই টাকা তুলতে হবে তা নয়। যে কোনও শাখার এটিএমে টাকা তুলতে পারবেন। এতেও কৃষকরা সুবিধা পেয়েছেন।

সৌজন্যেঃ বর্তমান

ফাইল চিত্র