সেপ্টেম্বর ৮, ২০১৮
রাজ্যের প্রথম সৌরবিদ্যুৎ চালিত মেডিক্যাল কলেজ হবে কলকাতা মেডিক্যাল কলেজ

শীঘ্রই শুরু হতে পারে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সৌরবিদ্যুৎ চালু করার কাজ। ৪০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প হবে এখানে। চাহিদা বাড়লে প্রকল্পটি কলেবরে আরও বাড়তে পারে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে এ খবর জানা গিয়েছে।
কিছুদিন আগেই রোগী কল্যাণ সমিতির বৈঠকে অনুমোদন পেয়েছিল প্রকল্পটি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ সাশ্রয় এবং দূষণ কমানোর উদ্দেশ্যে সরকারি জায়গায় সৌরবিদ্যুৎ চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায় আরও গতি পেল এই প্রকল্প।
এটি চালু হলে বিদ্যুৎ খাতে কতটা সাশ্রয় হবে মেডিক্যাল তথা রাজ্যের? প্রচলিত বিদ্যুতের পরিবর্তে দিনে চার ঘণ্টা করে সৌরবিদ্যুৎ চালালে মাসে সাশ্রয় হতে পারে ২.৮ লক্ষ টাকা। বছরে তা হতে পারে সাড়ে ৩৩ লক্ষ টাকারও বেশি!
শুধু খরচ কমানোই নয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে হাসপাতাল ও কলেজজুড়ে মাসে ২১০ কেজি বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণও কমবে। এশিয়ার প্রাচীনতম এই মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান এগবে আরও বেশি করে ‘সবুজ হাসপাতাল’ হওয়ার দিকে।
সূত্রের খবর, কলকাতার মেডিক্যাল কলেজ হবে সোলার এনার্জির প্রথম মেডিক্যাল কলেজ এবং দ্বিতীয় সরকারি হাসপাতাল। বেলেঘাটার সরকারি আইডি হাসপাতালে প্রথম সৌরবিদ্যুৎ চালু হয়েছে। সেটি হয়েছে ১৫০ কিলোওয়াটের প্রকল্প। তাতে বিদ্যুতের বিল বাবদ আগের থেকে সরকারের খরচ বাঁচছে বছরে ১২ লাখ টাকা। মাসে মাসে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কমেছে ৭৮ কেজি করে।