জুলাই ১২, ২০১৯
জলসঙ্কট মোকাবিলায় বর্ষাশক্তি

জলবায়ু পরিবর্তনের দুশ্চিন্তা বিশ্বজুড়ে। পরিবেশ বাঁচাতে তাই নতুন উদ্যোগ রাজ্যের। এরই নাম দিলেন মুখ্যমন্ত্রী “বর্ষাশক্তি”। খুব শীঘ্রই পাইলট প্রোজেক্ট হিসেবে এটি চালু হবে দক্ষিণ ২৪ পরগনায়।
বৃষ্টির জল ধরে রেখে তা সৌরপাম্পের সাহায্যে ছাদের ট্যান্কে তোলা থাকবে। তারপর তা পরিস্রুত করে সরবরাহ করা হবে পানীয় জল হিসেবে। প্রাথমিকভাবে দক্ষিণ ২৪ পরগনায় দুটি স্কুল ও দুটি গ্রামে “বর্ষাশক্তি” প্রকল্প কার্যকর করতে এক থেকে দেড় কোটি টাকা খরচ হবে। আগামী ২ মাসের মধ্যে কাজ শুরু হবে। এই প্রকল্প জল সঙ্কট মেটাতেও অনেকটা সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
পানীয় জলের সমস্যা নিয়ে ইতিমধ্যে সঙ্কট শুরু হয়েছে দক্ষিণ ভারতে । চেন্নাইয়ে জলের স্কট দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহু আগে থেকেই এই সমস্যা সমাধানে “জল ধরো জল ভরো” প্রকল্পে উদ্যোগী হয়েছেন।
সৌজন্যেঃ আজকাল