অগাস্ট ৬, ২০১৮
চকচকা শিল্পতালুকে দু’হাজারেরও বেশি কর্মসংস্থান হবে, বিধানসভায় ঘোষণা শিল্পমন্ত্রীর

আগামী এক বছরে কোচবিহারের চকচকা শিল্পতালুকে দু হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে, বিধানসভায় ঘোষণা করলেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্রের৷
তিনি জানিয়েছে, চকচকা শিল্পতালুকে জমি চেয়ে আবেদন করেছে ২৪টি সংস্থা৷ ২১টি সংস্থা ইতিমধ্যেই জমি পেয়েও গিয়েছে৷ পুরোদস্তুর উৎপাদন শুরু হলে কাজ পাবেন ২ হাজার ১৫৬ জন৷ এদিকে আবার জলপথে দুর্ঘটনা এড়াতে রাজ্যের ৯৩৭টি জায়গায় কাঠের সেতু সংস্কারের মেরামতি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
আগামী ছয় থেকে আট মাসের মধ্যে চকচকা শিল্পতালুকের কাজ শেষ হয়ে যাবে৷ উত্তরবঙ্গের এই শিল্পতালুকে পাট, ব্যাটারি, জুয়েলারি প্যাকেজিং-সহ একাধিক শিল্প সংস্থাকে জমি দেওয়া হবে৷ চকচকা শিল্পতালুকে ২০.৬১ একর জমি বন্টনের তালিকাএ তৈরি করে ফেলেছে সরকার৷ ২১টি সংস্থাকে জমি দিয়েছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম৷ বিনিয়োগের পরিমাণ ৬৮৩১ লক্ষ কোটি৷
সৌজন্যে: সংবাদ প্রতিদিন