সাম্প্রতিক খবর

অগাস্ট ৬, ২০১৮

চকচকা শিল্পতালুকে দু’হাজারেরও বেশি কর্মসংস্থান হবে, বিধানসভায় ঘোষণা শিল্পমন্ত্রীর

চকচকা শিল্পতালুকে দু’হাজারেরও বেশি কর্মসংস্থান হবে, বিধানসভায় ঘোষণা শিল্পমন্ত্রীর

আগামী এক বছরে কোচবিহারের চকচকা শিল্পতালুকে দু হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে, বিধানসভায় ঘোষণা করলেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্রের৷

তিনি জানিয়েছে, চকচকা শিল্পতালুকে জমি চেয়ে আবেদন করেছে ২৪টি সংস্থা৷ ২১টি সংস্থা ইতিমধ্যেই জমি পেয়েও গিয়েছে৷ পুরোদস্তুর উৎপাদন শুরু হলে কাজ পাবেন ২ হাজার ১৫৬ জন৷ এদিকে আবার জলপথে দুর্ঘটনা এড়াতে রাজ্যের ৯৩৭টি জায়গায় কাঠের সেতু সংস্কারের মেরামতি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷

আগামী ছয় থেকে আট মাসের মধ্যে চকচকা শিল্পতালুকের কাজ শেষ হয়ে যাবে৷ উত্তরবঙ্গের এই শিল্পতালুকে পাট, ব্যাটারি, জুয়েলারি প্যাকেজিং-সহ একাধিক শিল্প সংস্থাকে জমি দেওয়া হবে৷ চকচকা শিল্পতালুকে ২০.৬১ একর জমি বন্টনের তালিকাএ তৈরি করে ফেলেছে সরকার৷ ২১টি সংস্থাকে জমি দিয়েছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম৷ বিনিয়োগের পরিমাণ ৬৮৩১ লক্ষ কোটি৷

সৌজন্যে: সংবাদ প্রতিদিন