সাম্প্রতিক খবর

জুলাই ১১, ২০১৯

কাটোয়া বিদ্যুৎ প্রকল্প চালু করতে ব্যর্থ কেন্দ্র: বিদ্যুৎমন্ত্রী

কাটোয়া বিদ্যুৎ প্রকল্প চালু করতে ব্যর্থ কেন্দ্র: বিদ্যুৎমন্ত্রী

রাজ্য বিদ্যুৎমন্ত্রী বিধানসভায় তাঁর বাজেট বক্তৃতায় বলেন, রাজ্য সরকার জমি দিয়ে সাহায্য করা সত্ত্বেও কাটোয়া বিদ্যুৎ প্রকল্প চালু করতে কেন্দ্র ব্যর্থ হয়েছে।

মন্ত্রী বলেন, কেন্দ্রের নীতির জন্যই এই প্রকল্প চালু করা সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১,৩২০ মেগাওয়াটের কাটোয়া বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু জাতীয় তাপ বিদ্যুৎ নিগম এই প্রকল্প বাস্তবায়ন করার কোনও উদ্যোগ দেখায়নি।

এমনকি যেসকল আধিকারিককে ঐ প্রকল্প পরিদর্শন করার জন্য গত মাসে নিযুক্ত করা হয়েছিল, তাদেরও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বাজেট বক্তৃতায় বিভিন্ন প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে বিমাতাসুলভ আচরণের নিন্দাও করেন। রাজ্য সরকার বরজোরা ১, ২ কয়লাখনির অনুমোদনের জন্য কেন্দ্রকে চিঠি লেখা সত্ত্বেও কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, একথাও বলেন তিনি। এর পাশাপাশি বীরভূমের দেওচা পচামি কয়লা খনি নিয়ে কেন্দ্রের অনুমোদন না দেওয়া নিয়েও তিনি বলেন।