সাম্প্রতিক খবর

অগাস্ট ১২, ২০১৮

নির্মল বাংলা: প্রশংসা কেন্দ্রীয় দলের

নির্মল বাংলা: প্রশংসা কেন্দ্রীয় দলের

মিশন নির্মল বাংলার কাজ দেখতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্যে এসেছে এক কেন্দ্রীয় প্রতিনিধি দল। গত ৯ই আগস্ট এই প্রতিনিধি দলের পানীয় জন ও শৌচালয় বিভাগের সচিব রাজ্যের অগ্রগতি দেখে প্রশংসা করেন।

তিনি উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় গিয়ে পানীয় জল ও শৌচালয় নির্মাণ খতিয়ে দেখেন। সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা কতটা পাচ্ছেন, তাও সরেজমিনে দেখেন। পরে মুখ্যসচিবের সঙ্গে নবান্নে গিয়ে বৈঠক করেন। তিনি আশ্বাস দেন,এই প্রকল্পে রাজ্যের প্রাপ্য সমস্ত বকেয়া টাকা খুব দ্রুত মিটিয়ে দেওয়া হবে।

মিশন নির্মল বাংলার ৯৫ শতাংশের কাজ এমনিতেই শেষ বলে পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক জানান।