সেপ্টেম্বর ৩০, ২০১৮
পুজোর গানের জন্য কলম ধরলেন মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী তিনি – হাজারও ব্যস্ততা। এর মাঝেও সৃষ্টির জন্য সময় বেছে নেন। রং, তুলিতে ক্যানভাস ভরিয়ে তোলেন নিজের কল্পনায়। আবার গানও বড় ভালবাসেন। বিশেষ করে রবীন্দ্রসংগীত। কোনও সফরে গেলে, কিংবা মিটিংয়ের শেষে সুরেলা আসর জমাতে তাঁর জুড়ি মেলা ভার। এমনকী সমাবেশেও তাঁকে কণ্ঠ মেলাতে দেখা গিয়েছে। সেই সুরের ছোঁয়া মিলতে চলেছে এবারের দুর্গাপুজোয়। এবার পুজোর গান লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজোর অ্যালবাম বাংলার বহুদিনের প্রচলিত রীতি। এবার পুজোর গানের সেই অ্যালবামের তালিকায় ঠাঁই পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানগুলিও। জানা যাচ্ছে, অ্যালবামে আটটি গান থাকছে – গেয়েছেন ইন্দ্রনীল সেন, লোপামুদ্রা মিত্র এবং রূপঙ্কর বাগচী।
রৌদ্রছায়ায় সকালবেলায়, পাল তোল পাল তোল রে মাঝি, ও আকাশ- এই অ্যালবামের অন্যতম তিনটি গান। প্রথম ২টি গান মুখ্যমন্ত্রী তার উত্তরবঙ্গ সফরের সময় লিখেছিলেন।
মুখ্যমন্ত্রীর গানের বইও আছে। ভালবাসার তাগিদেই গান, কবিতা লেখেন মুখ্যমন্ত্রী। এবার পুজোতেও সেই খাতিরেই শ্রোতাদের এই উপহার দিতে চলেছেন তিনি। এই সিডি প্রকাশ পাবে মহালয়ার দিন।