সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২৩, ২০১৯

লেদার কমপ্লেক্সে বিনিয়োগের পাশাপাশি সবুজায়নে জোর

লেদার কমপ্লেক্সে বিনিয়োগের পাশাপাশি সবুজায়নে জোর

বানতলার কলকাতা লেদার কমপ্লেক্স সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। ৫ হাজার কোটি টাকা লগ্নি টানা ছাড়াও তারা পরিবেশের বিষয়েও সচেতন। এই সাফল্য সম্ভব হয়েছে কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্ষমতা বাড়িয়ে, বর্জ্য জল খালে ছাড়ার আগে রাসায়নিক, মেকানিকাল এবং জৈব পদ্ধতিতে পরিস্রুত করে এবং প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণ করে।

গত বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় ১ হাজার সংস্থা আবেদন জানিয়েছে এই লেদার কমপ্লেক্সে বিনিয়োগ করার জন্য। এই মুহূর্তে ৪০০টি ট্যানারিতে প্রায় ১.৫ লক্ষ মানুষ কাজ করেন। সরকারের অনুমান, এশিয়ার মধ্যে বৃহত্তম এই লেদার কমপ্লেক্সে আগামী পাঁচ বছরের মধ্যে ৩ লক্ষ কর্মসংস্থান তৈরী হবে।

এই মুহূর্তে দেশের সমস্ত ট্যানারি সংস্থা বানতলায় বিনিয়োগের জন্য আগ্রহী। সদ্য সমাপ্ত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তর প্রদেশ, তামিলনাড়ু এবং বাংলার তিন বড় সংস্থাকে এখানে জমি দেওয়া হয়েছে।

সেই কথা মাথায় রেখে গত ১৫ই ফেব্রুয়ারি ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্প দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বানতলায় অবস্থিত সমস্ত তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি সংক্রান্ত পরিষেবা প্রদানকারী এবং টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাকে এখান থেকে নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। বানতলা শুধুমাত্র লেদার কমপ্লেক্স হিসেবেই ব্যবহার করা হবে।

সেন্ট্রাল লেদার রিসার্চ ইন্সটিটিউটের সহযোগিতায় কলকাতা লেদার কমপ্লেক্স ইতিমধ্যেই কঠিন বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের একটি পাইল্ট প্রকল্প শুরু করেছে।

ফাইল চিত্র