সাম্প্রতিক খবর

অগাস্ট ২৬, ২০১৮

সবুজ দ্বীপকে ঢেলে সাজাচ্ছে রাজ্য

সবুজ দ্বীপকে ঢেলে সাজাচ্ছে রাজ্য

ভ্রমনপিপাসুদের জন্য নতুন করে সেজে উঠছে “সবুজ দ্বীপ”। পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরেই সবুজ দ্বীপের তীব্র আকর্ষণ রয়েছে। কোটি টাকা খরচ করে নতুন করে সাজিয়ে তলা হয়েছে সবুজ দ্বীপ।

সম্প্রতি নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। পূর্ত দফতরও জোর কদমে কাজ চালাচ্ছে।

সবুজ দ্বীপে ২৬ টি অত্যাধুনিক কটেজ তৈরী করা হচ্ছে। এই কটেজগুলি ভাড়া নিতে গেলে বিপুল অর্থও খরচ করতে হবে না পর্যটকদের। সাধারণের আয়ত্তের রাখা হচ্ছে মধ্যেই সবুজ দ্বীপের কটেজগুলিকে। ১০ বেডের ডর্মিটারি হোটেল তৈরী করা হচ্ছে। পিকনিক স্পটও তৈরী করা হচ্ছে। কৃত্রিম ‘গলফ টার্ফ’ তৈরী করার পরিকল্পনাও নেওয়া হয়েছে সবুজ দ্বীপে।

বাংলার পর্যটন মানচিত্রে আরেক ইতিহাস প্রসিদ্ধ জায়গা হল মাহেশ। রথের সময় বাদ দিলেও, সারা বছর ধরেই মাহেশে পর্যটকদের ভিড় থাকে। মাহেশকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মাহেশের রাস্তাঘাট সহ সামগ্রিক এলাকাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এক্ষেত্রে ৭.৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের তরফে।