সেপ্টেম্বর ২৬, ২০১৮
জঙ্গলমহলের পর্যটনে আরও বেশী জোর রাজ্যের

ঝাড়গ্রামে এসে পর্যটন মন্ত্রী ঝাড়গ্রামের জেলাশাসক সহ পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে ঝাড়গ্রাম জেলার কনকদুর্গা মন্দির চত্ত্বরকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য মন্দির কর্তৃপক্ষ ও জামবনি ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
ঝাড়গ্রামের ডিয়ার পার্ক, বেলপাহাড়ির কাঁকড়াঝোড় সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পর্যটনমন্ত্রী। ঝাড়গ্রামের বিভিন্ন জায়গা পরিদর্শন করে মন্ত্রী বলেন, ‘জঙ্গলমহলের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্যের পর্যটন দপ্তর একাধিক প্রকল্প রূপায়ণ করার সিদ্ধান্ত নিয়েছে। পুজোর আগে জঙ্গলমহলের দর্শনীয় স্থানগুলিকে নতুন সাজে সাজিয়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখানে বেড়াতে এসে যাতে পর্যটকদের কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয় সেদিকে পর্যটন দপ্তরের আধিকারিকরা নজর রাখবেন।’
পর্যটকদের থাকা-খাওয়া ও দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করছে পর্যটন দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জঙ্গলমহলের পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য যা যা প্রয়োজন তার সবই করা হবে বলে পর্যটনমন্ত্রী জানান।
সৌজন্যেঃ ৩৬৫ দিন