সেপ্টেম্বর ২৬, ২০১৮
উত্তরবঙ্গে ইকো ট্যুরিজমে জোর দিচ্ছে রাজ্য

উত্তরবঙ্গে ইকো ট্যুরিজমে জোর দেওয়ার জন্য উদ্যোগী পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগম। জঙ্গলে কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই বিষয়ে পর্যটকদের সচেতন করার পদক্ষেপও নেওয়া হয়েছে নিগমের তরফে।
ঝালং-এ ঝর্নার পাশে একটি ইকো ট্যুরিজম ক্যাম্প তৈরী করার পরিকল্পনা আছে নিগমের। এই ক্যাম্পে পর্যটকদের থাকার ব্যবস্থা থাকবে। জলঢাকায় ইকো ট্যুরিজম রিসর্টে থাকার সুবন্দোবস্ত আছে এবং সারা বছর এই রিসোর্টটি পর্যটকে ভর্তি থাকে। এই রিসর্টে ২০টি শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জলঢাকা, মূর্তি, পারেন, রসিকবিল, সুনতালিখোলা, লোলেগাওঁ, লাভা, কালিম্পং, মংপং এবং লেপচাজগতে বনোন্নয়ন নিগমের নেচার রিসর্ট আছে। এই রিসর্টগুলির পারিপার্শ্বিক প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার কর্মীদের অসাধারণ আপ্যায়নের কারণে এখানে সারা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে।
প্রসঙ্গত, ডুয়ার্সে মূর্তি রিসর্টে কাজ করার জন্য পানিঝোড়ার স্থানীয় মানুষদের নিযুক্ত করেছে নিগম। এরা শুধু যে পর্যটকদের জন্য দেখভাল করবেন তাই নয়, বন্য প্রাণী দেখার আদর্শ সময় বাতলে দেওয়া বা জঙ্গল সাফারিতে যেতেও পর্যটকদের সাহায্য করবেন। অন্যান্য রিসর্টের জন্যও স্থানীয়দের নিযুক্ত করার পরিকল্পনা রয়েছে নিগমের।
পর্যটকরা জঙ্গলে অবস্থিত রিসর্টগুলিতে যখন থাকবেন তখন জঙ্গলে কি করা উচিত এবং কি করা উচিত নয়, এবিষয়ে সচেতন করার উদ্দেশ্যে পুস্তিকাও বিতরণ করা হবে। যেহেতু ইকো রিসর্টগুলি সাধারণ রিসর্টের থেকে আলাদা, তাই, এখানে থাকতে হলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। যেমন, এখানে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বন্য প্রাণীদের অবাধ চলাফেরার সুযোগ করে দিতে এখানে বিদ্যুতের ব্যবহারেও বিধিনিষেধ আছে।
সব মিলিয়ে, এই ইকো রিসর্টগুলিতে যেমন আরামে সময় কাটানো যাবে, তেমনই কাছ থেকে বন্যপ্রাণী ও পাখিও দেখতে পারবেন পর্যটকরা।