সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৬, ২০২১

জুমলা-বাজ বিজেপি-কে সারা দেশে পরাস্ত করতে হবে: মমতা বন্দোপাধ্যায়

জুমলা-বাজ বিজেপি-কে সারা দেশে পরাস্ত করতে হবে: মমতা বন্দোপাধ্যায়

ভবানীপুর উপনির্বাচনের আগে শেষ প্রচারে মমতা বন্দোপাধ্যায়ের দৃঢ়প্রতিজ্ঞ বক্তব্য, ”ভবানীপুর থেকে নতুন করে খেলা শুরু। সেই খেলা শেষ হবে ভারতবর্ষে। জাতীয় স্তরে আমরা লড়ব, জিতব। ‘জয় বাংলা’র খেলায় আমরা আগেই জিতেছি। এবার দেশের মাটিতেও জিতব।” রবিবার সন্ধেবেলা নিজের পাড়ার মোড়ে সভা করেই প্রচারে ইতি টানলেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়

পদ্মপুকুরে যদুবাবুর বাজারে তাঁর সঙ্গে যৌথ প্রচারে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । বিকেলে সেই সভা সেরে সন্ধে নাগাদ মমতা-অভিষেক পৌঁছে যান কালীঘাট মোড় অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিট মোড়ে। এটাই তাঁর পাড়া। অন্যান্যবার এই মোড়ের সভা করেই নির্বাচনী প্রচার শেষ করেন মমতা। এবারও তার ব্যতিক্রম হল না। এই সভাতেও তাঁর সঙ্গী ছিলেন অভিষেক। আর এখান থেকেই তৃণমূল সুপ্রিমোর বার্তা, ভবানীপুর থেকে নতুন করে ‘খেলা’ শুরু হবে। এই খেলা শেষ হবে জাতীয় স্তরে লড়াইয়ের মধ্যে দিয়ে। অর্থাৎ লক্ষ্য যে দিল্লি দখল করা, তা ফের বুঝিয়ে দিলেন। বিজেপি- বিরোধী একাধিক অস্ত্রে শান দিয়ে জনতার প্রতি তাঁর বার্তা, ”মাথা ঠান্ডা রাখুন। ৩০ তারিখ সময়মতো ভোটটা দিন। ১ নং বোতাম টিপে তৃণমূলকে জেতান।” ভবানীপুরের উন্নয়নে কী কী কাজ হয়েছে, তারও খতিয়ান দেন মমতা বন্দ্যোপাধ্যায়।