সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৯, ২০১৯

নিউটাউনে চালু হল প্রথম ঝুলন্ত রেস্তোরাঁ

শহরের প্রথম ঝুলন্ত রেস্তোরাঁ চালু হল। নিউটাউনের বিশ্ব বাংলা গেট এখন সন্ধ্যার পর হয়ে যাবে একটি ফাইন ডাইনিং রেস্তোরাঁ। গত ৯ই ফেব্রুয়ারি এই রেস্তোরাঁর উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র। রেস্তোরাঁয় আসার জন্য আর অনলাইনে ১০০ টাকার টিকিট কাটতে হবে না।

গত ৩১শে জানুয়ারি কলকাতা বইমেলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন বিশ্ব বাংলা গেটের। ২ ফেব্রুয়ারি থেকে তা খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। বিশ্ব বাংলা গেটে এক সঙ্গে ৫০ জন করে উঠতে দেওয়া হচ্ছে।

রেস্তোরাঁটির উদ্বোধন করে মেয়র বলেন, ‘এটা আমাদের কাছে একটা গর্ব। ইকো পার্কের মতো এটাও কলকাতার একটা আকর্ষণ। একটা নতুন গন্তব্য। রোজ প্রায় ৫০০ জন আসছেন। কলকাতায় যাঁরাই আসুন, তাঁরা অবশ্যই দেখতে আসবেন।’

ফাইল চিত্র