November 25, 2016
Bengal’s folk culture to be showcased at International Trade Fair on ‘West Bengal Day’

The Bengal Government will celebrate the West Bengal Day at the International Trade Fair 2016 in Delhi by organising Folk Bouquet, a cultural programme featuring Bengal’s rich traditional cultural performances.
To be held at Pragati Maidan on 26 November from 6 PM onwards, the Bengal Day celebrations will be attended by State Finance, Commerce and Industry Minister Dr Amit Mitra.
Organised under the aegis of the Lok Prasar Prakalpa of the Bengal Government, tomorrow’s programme will showcase the colourful Sherpa dance, Chandi dance, Khol Badya and Natua dance.
Under the Lok Prasar Prakalpa scheme, folk artists are enrolled by the Bengal Government, following which they perform at Government programmes for publicising development works.
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উদযাপিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’
দিল্লির প্রগতি ময়দানে এবার মিলবে বাংলার লোক সংস্কৃতির ঝলক। দু-সপ্তাহব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগামী ২৬শে নভেম্বর পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’।
আগামী ২৬ তারিখ সন্ধ্যে ৬টায় দিল্লির প্রগতি ময়দানে রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী শ্রী অমিত মিত্রের উপস্থিতিতে আয়োজিত হবে এক বর্ণাঢ্য অনুষ্ঠান।
পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্পের নানা শিল্পী সেখানে শেরপা নাচ, চান্দি নাচ পরিবেশন করবেন। খোল বাদ্যের পাশাপাশি নাটুয়া নাচেরও ব্যবস্থা থাকবে।
লোকপ্রসার প্রকল্পের যে সব লোকশিল্পীরা তাদের নাম নথিভুক্ত করিয়েছেন তারা রাজ্য সরকারের তরফ থেকে মাসিক ভাতা সহ নানা সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পান।