সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৫, ২০১৯

রাজ্য বাজেটের প্রশংসায় বণিকসভা

রাজ্য বাজেটের জন্য অর্থমন্ত্রী অমিত মিত্রের প্রশংসা করল বিভিন্ন বণিকসভা। গ্রামীণ মানুষের উন্নয়নের দিকে নজর রেখে জনমোহিনী বাজেট হয়েছে এবারে।এবারের রাজ্য বাজেটের জন্য অর্থমন্ত্রী অমিত মিত্রের প্রশংসা করে এমনই প্রতিক্রিয়া দিয়েছে বেঙ্গল চেম্বার। এই বণিকসভার অভিমত, বাজেটে সুলভ আবাসনের পাশাপাশি চা-সহ রাজ্যের প্রথাগত শিল্পের দিকে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কিছু সামাজিক প্রকল্প চালু হচ্ছে।

সিআইআই-য়ের মতে এই বাজেট মানবিক মুখ উঠে এসেছে । চা-বাগানে কৃষি আয়কর এবং সেস তুলে দেওয়া এবং স্ট্যাম্প ডিউটি কমানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। আশা করা হচ্ছে এরফলে ওই সব ক্ষেত্র চাঙ্গা হবে । তাছাড়া কৃষি জমি কেনার ক্ষেত্রে মিউটেশন ফি মকুব, কৃষকদের জন্য ১০০০টাকা পেনশন সহ বিভিন্ন প্রস্তাবের প্রশংসা করা হয়েছে।

একই রকম ভাবে এদিন বণিকসভা এমসিসি স্ট্যাম্প ডিউটি কমানো, স্বাগত জানিয়েছেন। অন্যদিকে চায়ের জন্য আয়কর তুলে দেওয়ার জন্য এই ক্ষেত্রের পক্ষে শুভ বলে মনে করছে। এই বাজেট সামাজিক ক্ষেত্রকে চাঙ্গা করবে।