Latest News

November 1, 2016

Bengal Youth Affairs Dept to promote adventure sports

Bengal Youth Affairs Dept to promote adventure sports

The Bengal Youth Affairs Department is planning to organise a ‘Mountaineers’ Meet’ to discuss the pros and cons of mountaineering and adventure sports in Bengal, after releasing the year-long calendar containing details on training programmes and expeditions.

A plan has also been mooted to encourage more school and college-goers to take part in adventure sports. The participants will include well-known mountaineers who regularly take up expeditions, members from mountaineering clubs from across the state, former mountaineers, school and college-goers.

Eminent climbers and people with experience in the field of adventure sports from other parts of the country would also be present at the meet. The Youth Affairs department is yet to finalise the date, but it is likely to take place at the end of December or the first week of January 2017.

The State Government had taken many steps to promote mountaineering and adventure sports in the state, as it helps in building ‘sportsmanship and a sense of fellow feeling’ among students and the youth. The move resulted in an increase in the number of youth taking part in different expeditions and adventure sports in the State.

The Youth Affairs department will provide financial assistance of Rs 25,000 to mountaineering clubs, if they successfully impart training for adventure sports to at least 20 boys and girls between November and February.
The adventure sports include altitude trekking, river crossing and rafting, mountaineering, rock-climbing jungle safari and hang-gliding. The training takes place mainly in Joychandi, Mathaguru and Gajaguru areas in Purulia and Susunia hills in Bankura.

The release of the year-long schedule of expeditions and training programmes will be another highlight of the meet. It will contain detailed schedule of programmes and events organised for school and college-goers; dates suitable for expedition to different peaks including Mount Everest and coastal trekking; and state and national level competitions for the year 2017.

This is the first time that an initiative to prepare a year-long calendar for mountaineering and adventure sports have been taken up. The Radhanath Sikdar Tenzing Norgay Award to a mountaineer – for those who successfully climb Mount Everest – and Chhanda Gayen Award will be given to an outstanding woman climber on November 23 at Moulali Yuba Kendra. The state government had the introduced Radhanath Sikdar Tenzing Norgay Award in 2013 to motivate young mountaineers.

 

পর্বতারোহীদের নিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করছে রাজ্য

রাজ্য যুব কল্যাণ দপ্তর সারা বছরের প্রশিক্ষণ কর্মসূচি ও অভিযানের ক্যালেন্ডার প্রকাশ করার সঙ্গে সঙ্গে পর্বতারোহীদের নিয়ে একটি সমাবেশ করার পরিকল্পনা গ্রহণ করছে, যেখানে পর্বতারোহণের বিভিন্ন বিষয় আলোচনা করা হবে।

এ ছাড়াও বিভিন্ন “অ্যাডভেঞ্চার স্পোর্টস” সম্বন্ধে আলোচনা করা হবে। স্কুল ও কলেজ পড়ুয়াদেরও এই ধরনের খেলায় অংশগ্রহণ করতে উত্সাহিত করার পরিকল্পনা  চলছে। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবে স্বনামধন্য পর্বতারোহীরা, বিভিন্ন মাউন্টেনিয়ারিং ক্লাবের সদস্য সহ স্কুল কলেজ পড়ুয়ারা। ভিন রাজ্যের পর্বতারোহী ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে পারদর্শীরাও থাকবেন।

এখনও তারিখ চূড়ান্ত না হলেও মোটামুটি ভাবে ডিসেম্বর মাসের শেষ বা জানুয়ারির গোড়াতেই এটি অনুষ্ঠিত হওয়ার কথা।

ইতিমধ্যেই রাজ্য সরকার পর্বতারোহন ও অ্যাডভেঞ্চার স্পোর্টসকে উন্নত করতে অনেক পদক্ষেপ নিয়েছে কারণ এই ধরনের খেলায় মানুষের মধ্যে আত্মবিশ্বাস, লড়বার মানসিকতা তৈরী হওয়ার পাশাপাশি তাকে সমব্যথীও করে তোলে। ফলস্বরূপ, যুবকরা খুব বেশি পরিমান অংশগ্রহণ করছে এই ধরনের খেলাগুলিতে।

যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কোন মাউন্টেনিয়ারিং ক্লাব অন্তত ২০ জন ছেলে মেয়েকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য প্রশিক্ষণ দিতে পারে তাহলে সেই ক্লাবকে ২৫০০০ টাকার আর্থিক অনুদানও দেবে রাজ্য যুব কল্যাণ দপ্তর।

পর্বতারোহন মূলত হিমালয় ও তার পার্শবর্তী অঞ্চলে করা হলেও বাকি অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি মূলত হয়ে থাকে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়।

এই প্রথম এই ধরনের খেলাধুলোর জন্য বার্ষিক ক্যালেন্ডার তৈরী করা হবে যাতে সারা বছর চলতে থাকা অভিযান গুলো একদম তারিখ সহ দেওয়া থাকবে।

রাজ্য সরকার তরুণ পর্বতারোহীদের উত্সাহিত করতে ২০১৩ সালে প্রথম নিয়ে আসেন ‘রাধানাথ সিকদার পুরস্কার’ ও ‘তেনজিং নোরগে পুরস্কার’, যা দেওয়া হয় এভারেস্ট বিজয়ীদের।

‘ছন্দা গায়েন পুরস্কার’  দেওয়া হয় কোনো অসাধারণ মহিলা পর্বতারোহীকে। ২৩ নভেম্বর মৌলালি যুব কেন্দ্রে এই পুরস্কার গুলি  বিতরণ করা হবে।