September 5, 2017
Bengal witnesses huge growth in education sector under Mamata Banerjee

During the last six years, the Bengal Government – under the able leadership of Mamata Banerjee – rejuvenated the education sector through various measures.
The Bengal Government is providing free text books to all students of Pre-Primary to class XII. Nearly 9.5 crore books are printed and distributed annually. Specially designed Braille text books are given to all visually challenged students.
50.32 lakh primary school students were provided with school shoes free of cost in last one year. School education department provided free school uniform to all Class I to VIII students each year.
Here are some of the major achievements:
School Education
Mid Day Meal to 1.2 crore elementary level students is provided on daily basis involving self-help groups.
50,426 Primary school teachers are recruited in Primary Schools
27,572 Teachers were recruited in upper primary and secondary school.
All schools are provided with safe drinking water and toilets.
As a new ‘E-class rooms’ initiative, infrastructure is provided in 2000 secondary schools in last one year.
As a new initiative recreational infrastructure (see-saw, swing and slide) was provided in 990 primary schools in last one year.
To develop academic infrastructure 93,064 additional class rooms were constructed in schools in last six years.
New Buildings of 531 new set up primary schools, 3966 new set up upper primary schools, 2706 SSK, 166 MSK were constructed in last six years. In 3915 secondary schools 39300 computers were provided to encourage the use of computers in schools.
In last six years, 564 Junior High schools were upgraded to High school, 1909 Secondary schools were upgraded to Higher Secondary schools. In 3014 schools library grant to develop library infrastructure and in 3714 schools Laboratory grant to develop school infrastructure.
Shikshashree:
‘Shikshashree’ scholarship scheme had been introduced for SC students from class V to VIII in 2014-15. During 2014-2017, almost 38 lakh students were covered under the new scheme. Scholarship is being paid directly to bank accounts of the students. The scheme will be brought under the e-governance regime from current fiscal.
Sabooj Sathi:
‘Sabooj Sathi’ scheme had been declared for distribution of bicycles to students from class IX to XII in 2015-16. During 2015-2017, about 35 lakh students received bicycles under this scheme. Distribution of another 30 lakh bicycles is likely to be completed by the end of this year. Implementation is managed through a single window portal www.wbsaboojsathi.gov.in and records are available in the public domain to ensure transparency.
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যপক উন্নতি বাংলার
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচক্ষন নেতৃত্বে গত ছ’বছরে বাংলা ফিরে পেয়েছে শিক্ষা ক্ষেত্রে হৃত গৌরব।
স্কুল শিক্ষায় কিছু উল্লেখযোগ্য সাফল্যঃ-
পশ্চিমবঙ্গ সরকার প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে বিনামুল্যে পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রকমের মোট পাঠ্যপুস্তকের সংখ্যা ২৯৬। বছরে প্রায় ৯.৫ কোটি বই মুদ্রিত এবং বিতরিত হচ্ছে।
দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পদ্ধতিতে ডিজাইন করা ব্রেইল পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।
গত এক বছরে প্রাথমিক বিদ্যালয়ের ৫০.৩২ লক্ষ ছাত্রছাত্রীকে বিনামুল্যে জুতো দেওয়া হয়েছে।
বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রতি বছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে পোশাক বিতরণের ব্যবস্থা চালু করেছে।
স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে প্রাত্যহিক ভিত্তিতে ১.২ কোটি প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীর জন্যে মিড-ডে-মিলের ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয় ৫০,৮২৬ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।
উচ্চ-প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ২৭,৫৭২ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে।
প্রতিটি বিদ্যালয়েই বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে।
গত এক বছরে ২০০০ মাধ্যমিক বিদ্যালয়ে ই-শ্রেনিকক্ষ-এর পরিকাঠামো নির্মাণের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
৯৯০টি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দদানের পরিকাঠামো (সি-ষ, সুইং ও স্লাইড) তৈরির নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ছয় বছরে শিক্ষাগত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৯৩,০৬৪ টি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে।
গত ছয় বছরে ৫৩১টি প্রাথমিক বিদ্যালয়, ৩৯৬৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, ২৭০৬টি এসএসকে, ১৬৬টি এমএসকে-এর নবরূপায়ন হয়েছে।
বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবহারকে উৎসাহিত করতে ৩৯১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩৯,৩০০টি কম্পিউটার দেওয়া হয়েছে।
গত ছয় বছরে ৫৬৪টি জুনিয়র উচ্চ বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।
গত ছয় বছরে ১৯০৯টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।
বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩০১৪টি বিদ্যালয়ে গ্রন্থাগারের জন্যও ১৫.৪৬কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে ৩৭১৪টি বিদ্যালয়ের ল্যাবরেটরির জন্যও ৬২.১১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
শিক্ষাশ্রীঃ-
২০১৪-১৫ শিক্ষাবর্ষে তফসিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য ‘শিক্ষাশ্রী’ ভাতা চালু করা হয়। ২০১৪-১৭ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় প্রায় ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে আনা হয়েছে। এই ভাতার টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে যাচ্ছে। এই বছর থেকে এই প্রকল্পকে ই-গভরনেন্সের আওতায় আনা হয়েছে।
সবুজ সাথীঃ-
২০১৫-১৬ সালে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামুল্যে সাইকেল বিতরণ করা শুরু হয়। ২০১৫-১৭ সালের মধ্যে ৩৫ লক্ষ ছাত্রছাত্রীদের এই প্রকল্পে সাইকেল দেওয়া হয়। এ বছরের শেষ পর্যন্ত আরও ৩০ লক্ষ সাইকেল বিলি করা হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য এই প্রকল্পটি পুরোপুরি অনলাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।