Latest News

September 16, 2017

Bengal to spend Rs 12,180 cr more on infra push: Bengal CM

Bengal to spend Rs 12,180 cr more on infra push: Bengal CM

In a major push to infrastructure development in Bengal, the Trinamool Congress Government has decided to spend Rs 12,180 crore in addition to the Rs 20,155 crore allocated in this year’s budget for the purpose.

This was stated by Chief Minister Mamata Banerjee at a media interaction at the state secretariat, Nabanna yesterday. The amount, she said, would be spent for the construction of roads, bridges, flyovers, water and electrification projects, and warehouses for the storage of foodgrains in the next two to three years. A committee has been formed under the chief secretary for monitoring them.

As many as 12 flyovers will be built along with a complete overhaul of the power distribution system, bridges, flyovers and various other projects. She further said that the government had sent a proposal to the Railway Ministry for a bullet train linking Andal to Kolkata.

The government is allocating Rs 6,195 crore extra to the State Public Works Department (PWD) and an additional Rs 2,862 crore to the Urban Development and Municipal Affairs Department. Rs 850 crore will be given to West Bengal Warehouse Corporation for constructing warehouses to store foodgrain.

The projects that will be taken up by the PWD include four-laning of the Kalyani Expressway and Belgharia Expressway connectivity, Bankura-Durgapur Road and Kolkata-Basanti Road up to Ghatakpukur, and flyovers at Manicktala crossing along AJC Bose Road, over Ganesh Chandra Avenue, at New Market towards MG Road crossing and from Tartala to Jadavpur Phanri via Prince Anwar Shah Road.

Work to be undertaken by the Urban Development Department includes the construction of a giant wheel at the riverside Millenium Park in Kolkata, and trans-municipal water supply schemes for Dankuni, Uttarpara, Konnagar, Rishra, Sreerampore and Baidyabati.

In the power sector, the government is allocating as much as Rs 2,273 crore, including for three units of the Kolaghat Thermal Power Station, which will be renovated and modernised along with two units of Sagardighi and Kolaghat (Unit 1).

Bengal is developing Andal Airport in Durgapur to take a part of the load off the airport in Kolkata. The Chief Minister said that the State Government had sent a proposal to the Centre for a bullet train connecting Andal with the city. A passenger from the Andal airport can commute within 45 minutes to the city by a bullet train.

She maintained that Bengal has been marching ahead despite financial constraints. She said that development cannot take place without infrastructure. Once these projects are complete, Bengal will attain the golden era, she added.

 

Source: Millennium Post

 

 

পরিকাঠামো উন্নয়নে আরও ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার

 

রাজ্যে পরিকাঠামো উন্নয়নের ওপর আরও জোর দিতে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করল সরকার। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৭-১৮ অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নে আরও ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
এদিন মুখ্যমন্ত্রী জানান, অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বুলেট ট্রেন চালু করার জন্য রাজ্য সরকার একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছে। তিনি বলেন, “রাজ্যে পরিকাঠামো বাড়লে বিনিয়োগ বাড়বে। গত ছ’‌বছরে বাংলা অনেক এগিয়ে গেছে। ভারত সেরা থেকে বিশ্ব সেরা হয়েছে। আর্থিক সমস্যা রয়েছে। তবু রাজ্য জুড়ে খাদ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয় জল–সহ সবক্ষেত্রেই আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন বছরে এই প্রকল্পগুলি শেষ হয়ে গেলে বাংলায় স্বর্ণযুগ আসবে”।
সড়ক প্রকল্পে উন্নয়ন:

মিলেনিয়াম পার্কে কলকাতা আই প্রকল্পের জন্য ২৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ইএম বাইপাস থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড ক‌রিডর,গড়িয়াহাট রোড দক্ষিণে উড়ালপুল, কল্যাণী এক্সপ্রেসওয়ের ৪২ কিলোমিটার এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগকারী চার কিলোমিটার রাস্তা চার লেন, কলকাতা–বাসন্তী রোডের ঘটকপুকুর পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা চার লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন ফ্লাইওভারঃ

  • তারাতলা থেকে টালিগঞ্জ ও আনোয়ার শাহ রোড হয়ে যাদবপুর ফাঁড়ি পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ২৭০ কোটি টাকা
  • সুকান্ত সেতু থেকে সেলিমপুর পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ২৪৮ কোটি টাকা
  • শিয়ালদহ ব্রিজ থেকে স্টেশন পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ২১ কোটি টাকা
  • সেক্টর ফাইভ কলেজ মোড় থেকে রাজারহাট পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ৬৮ কোটি টাকা
  • মানিকতলা ক্রসিং থেকে এজেসি বোস রোড পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ৩৫০ কোটি টাকা
  • গণেশচন্দ্র অ্যাভিনিউ থেেক এমজি রোড পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ৩৭৫ কোটি টাকা
  • সৈয়দ আমির আলি অ্যাভিনিউ থেকে মা ফ্লাইওভার পর্যন্ত ফ্লাইওভার
  • ভাগীরথী নদীর ওপর কালনায় সেতু তৈরি। পাচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

 

পরিকাঠামোয় অতিরিক্ত বরাদ্দঃ

আগে বরাদ্দ ছিল ২০,১৫৫.৬১ কোটি টাকা। অতিরিক্ত ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হল।
পানীয় জল প্রকল্পঃ

জলের সমস্যার কথা মাথায় রেখে ১৩৬৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর ফলে ডানকুনি, উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি,চাপদানি পুরসভা এবং তার সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা মিটবে।
বিদ্যুৎ:

বিদ্যুতের সমস্যা সমাধান করতে ২২৭৩ কোটি টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে সাগরদিঘি তিন এবং চার নম্বর ইউনিট, কোলাঘাটের এক নম্বর ইউনিট সংস্কার করা হবে। নিউ টাউনে উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।

এছাড়াও বেহালা, বালুরঘাট, কোচবিহার, মালদায় ছোট ছোট বিমানবন্দরগুলি ঢেলে সাজা হচ্ছে। ইতিমধ্যে ২৬টি হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। খাদ্যশস্য মজুত করতে গুদাম তৈরির জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমস্ত প্রকল্প শেষ হলে রাজ্যে সুবর্ণযুগ আসবে। বাড়বে বিনিয়োগ।