সাম্প্রতিক খবর

জুলাই ১৬, ২০২০

‘জল স্বপ্ন’ প্রকল্পে মাত্র ২০ দিনেই রাজ্যের ৩৩ হাজার বাড়িতে জল-সংযোগ

‘জল স্বপ্ন’ প্রকল্পে মাত্র ২০ দিনেই রাজ্যের ৩৩ হাজার বাড়িতে জল-সংযোগ

মহামারীর পরিস্থিতিতে রাজ্যবাসীর সুস্বাস্থ্যের লক্ষ্যেই গত ৬ জুলাই জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের ‘জল স্বপ্ন’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও উদ্যোগ চালু হয়েছিল জুন মাসের শেষ থেকে। এর ফলে মহিলাদের আর দূরদূরান্ত থেকে জল টেনে আনতে হবে না। পাশাপাশি, গ্রামের যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ, সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক উন্নয়ন সাধনকেও একই সঙ্গে পাখির চোখ করেছে সরকার।

মাত্র ২০ দিনের মধ্যে বিভিন্ন জেলায় গ্রামীণ এলাকার প্রায় ৩৩ হাজার বাড়িতে কলের জলের সংযোগ দিতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। সেগুলির মাধ্যমে কোথাও পরিশ্রুত এবং কোথাও ভূগর্ভস্থ জল সরবরাহ করা হবে। আরও ৮৩ লক্ষ বাড়িতে পাইপলাইন পৌঁছে দেওয়ার পরিকাঠামোও তৈরি। কিছু দিনের মধ্যেই সেই কাজ শেষ হবে।

রাজ্য সরকার পাঁচ বছরের মধ্যে ২ কোটি বাড়িতে কলের জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন। ধার্য করা হয়েছে ৫৮ হাজার কোটি টাকা। ফলে এই পরিস্থিতিতেও দ্রুত গতিতে কাজ চলছে।

নবান্ন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১২ হাজার ৮৮৩টি বাড়িতে জল সংযোগ হয়েছে। এই পর্যায়ে যা সর্বোচ্চ। এর পরেই রয়েছে হুগলি (৩ হাজার ৪১২), মালদহ (২ হাজার ৭০৫), উত্তর ২৪ পরগনা (২ হাজার ৫৫২) এবং নদীয়া (২ হাজার ১২৭)। হাজারের উপর বাড়িতে জল সংযোগ হয়েছে মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বীরভূমে।

কালিম্পং, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর দিনাজপুর এবং পুরুলিয়ায় এই সব জেলায় এবং অন্যান্য আরও জায়গায় নতুন করে পাইপলাইন বসাতে হবে। প্রান্তিক এবং পাহাড়ি এলাকায় আরও নানা সমস্যার কারণে কাজ আটকে রয়েছে। কাজও শুরু হবে শীঘ্রই।

আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা হল, যে বাড়িতে জলের ট্যাপ বসানো হয়েছে, তার ছবি তুলে ‘জল স্বপ্ন’ নামে একটি সফ্টওয়্যারে আপলোড করতে হবে। এতে কারচুপির কোনও সম্ভাবনা থাকবে না।