Latest News

September 21, 2017

Bengal Govt to set up selfie zones for tourists

Bengal Govt to set up selfie zones for tourists

Selfie zones to capture the mood of tourists – yes, that is the plan by the State Government. These selfie zones would be set up at the various arrival and departure points, that is, at the airports in Kolkata and Andal, and at the Howrah, Sealdah, Kolkata and Shantiniketan stations.

These have the blessing of Chief Minister Mamata Banerjee, who has gone all out to promote social and cultural tourism in the state.

The zones would be set up at the places adorned by beautiful posters of tourist spots in Bengal, so that friends and acquaintances would know which place a person recently visited as well as advertise the place for potential tourists. People would also be able to take selfies by placing their faces against certain cutouts, for example, masks used in chhau dance, etc.

The government would also set up help desks at the airports and prominent railway stations.

The government has plans to spread the word about cultural tourism and heritage tourism in the state through social media. People posting the pictures taken at the selfie zones on their profile pages would advance that cause.

 

এবার বিমানবন্দর ও স্টেশন চত্বরে থাকছে অভিনব ‘সেলফি জোন’

 

বিমানে ওঠার আগের সেলফি জানিয়ে দেবে আপনি কোথায়। ছবির ‘ব্যাকড্রপ’ বুঝিয়ে দেবে আপনার মনোভাব। ফুটে উঠবে পুরুলিয়ার ছৌনাচ, টয়ট্রেনের অচেনা ছবি থেকে শুরু করে ‘ভালবাসি বাংলা’ ক্যাপশনও। ফেসবুকের বন্ধুরা জেনে যাবেন, বাংলা নিয়ে আপনার ভালবাসা, গর্ব কতখানি। দমদম ও বাগডোগরা বিমানবন্দরে এমনই অভিনব ‘সেলফি জোন’-এর সুযোগ এনে দিল রাজ্য সরকার। খুব শীঘ্রই এমনই সেলফি জোন চালু হচ্ছে হাওড়া, শিয়ালদহ, শান্তিনিকেতন ও কলকাতা স্টেশন ছাড়াও দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরেও।

সেলফি জোনের পাশাপাশি বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ‘হেল্প ডেস্ক’ পরিষেবাও চালু করছে রাজ্য পর্যটন দপ্তর। যখন কেউ কলকাতা ছেড়ে যাবেন তখন সেলফির ছবিতে ফুটে উঠবে জীবনানন্দের সৃষ্টি– “আবার আসিব ফিরে/ধানসিড়িটির তীরে/এই বাংলায়..।” যখন কেউ আবার কলকাতা বিমানবন্দরে পা রাখবেন তখন তাঁকে স্বাগত জানাবে গানে গানে রাজ্য সরকারের ট্যাগ লাইন– ‘এসো এসো আমার ঘরে এসো/এই বাংলায়।’

তবে দিন কয়েক আগে থেকে বাগডোগরায় জ্বলজ্বল করছে বাংলা ও ইংরাজি দুই ভাষায় একটি স্লোগান। ঘন নীল আকাশের বুকে রুপোলি রেখায় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব অবয়ব তুলে ধরে ক্যাপশন লেখা, ‘ভালবাসি বাংলা’ আর ‘উই লাভ বেঙ্গল’। খুশি মনে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া এই জোনে ছবি তোলার ঢল নেমেছে বাগডোগরায়। মাত্র কয়েকদিনেই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পোস্ট বলছে, উত্তরবঙ্গের কয়েক হাজার মানুষ এই সেলফি জোনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন করেছেন।

রাজ্য সরকারের এমন অভিনব উদ্যোগ নিয়ে স্বয়ং পর্যটন রাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বৈচিত্রময় বাংলাকে সোশ্যাল মিডিয়া মারফত গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার এমন সুযোগ হাতছাড়া করতে চাননি মুখ্যমন্ত্রী। তাই কালচারাল-টুরিজম, হেরিটেজ-টুরিজম শীর্ষক ক্যাপশনে রাজ্য সরকার সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিমানবন্দর ও রেলস্টেশন হাজির করছে।”

 

News source: Sangbad Pratidin

The image is a representative one.