অগাস্ট ৪, ২০১৮
স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য 'মার্কেটিং গ্রুপ' তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি যাতে তাদের তৈরী দ্রব্যগুলি আরও সহজে, ভাল দামে বিপণন করতে পারে, তাদের সহায়তা করতে এবার উদ্যোগ নিল রাজ্য সমবায় দপ্তর। স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ‘মার্কেটিং গ্রুপ’ তৈরী করবে দপ্তর। এই দলগুলি স্বনির্ভর গোষ্ঠীর তৈরী দ্রব্য সংগ্রহ করে বড় বড় বাজারে বিক্রি করবে।
এই বিপণন দল বা ‘মার্কেটিং গ্রুপ’ তৈরী হলে স্বনির্ভর গোষ্ঠীগুলি উপকৃত হবে কারণ এর মাধ্যমে দ্রব্যের সঠিকভাবে বিপণন হবে। এর জন্য দেওয়া হবে প্রশিক্ষণও।
ব্যাঙ্কের ঋণ পেতেও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তা করবে রাজ্য সরকার।
স্বনির্ভর গোষ্ঠীদের তৈরী দ্রব্যকে জনপ্রিয় করে তুলতে রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রাম বাংলার লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এর মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।