সাম্প্রতিক খবর

অগাস্ট ২, ২০১৮

পশুদের ওপর অত্যাচার বন্ধ করতে সচেতনতামূলক প্রচার চালাবে রাজ্য সরকার

পশুদের ওপর অত্যাচার বন্ধ করতে সচেতনতামূলক প্রচার চালাবে রাজ্য সরকার

পশুদের ওপর অত্যাচার বন্ধ করতে সচেতনতামূলক প্রচার চালাতে উদ্যোগী হল রাজ্য পশু কল্যাণ পর্ষদ। কলকাতার বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রীটে অবস্থিত পশু হাসপাতাল সিএসপিসিএ-এর সহযোগিতায় এই প্রচার চালাবে রাজ্য সরকার।

এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য সমাজের বিভিন্ন ধারার মানুষ, স্কুল পড়ুয়াদের পশুদের ওপর অত্যাচার সম্বন্ধে সচেতন করা। পশুদের ওপর নানা রকম অত্যাচার নিত্যদিন মহানগরের রাজপথে কিংবা প্রত্যন্ত অঞ্চলে ঘটে চলেছে।

প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের এক আধিকারিক বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় পশু অধিকার কমিশন তৈরী করার আর্জি জানাবে রাজ্য সরকার। এই কমিশন তৈরী হলে এই সব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এর ফলে, যে সকল ব্যাক্তি পথ-কুকুর বা অন্যান্য প্রাণীর ওপর অত্যাচার করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে।

ছবির উৎস