September 11, 2017
Bengal Govt to arrange for more women to become self-reliant through fly ash brick kilns

The Bengal Panchayat and Rural Development Department has decided to set up more kilns to produce bricks from fly ash.
The units are non-polluting and require less space than the traditional kilns. Also, the bricks have been tested by IIT Kharagpur and National Test House, and have been found to be stronger than traditional bricks.
New brick kilns are coming up at Andal in Paschim Bardhaman district, at Sagardighi in Murshidabad district, at Bakreshwar in Birbhum district and at three places in Nadia district.
Kilns to manufacture bricks made from fly ash were first set up two years ago. There are already 10 such brick kilns in the state. All these brick kilns are being run by Self-Help Groups managed by women.
They have been set up under Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) and have helped women to become economically self-reliant.
The production cost of each fly ash brick is Rs 2 and are sold at Rs 4 per brick, whereas bricks available in the market are priced anything between Rs 8 to Rs 12 per piece.
The bricks made out of fly ash are being used in various constructions carried out by the Panchayats and Rural Development department, in the construction of pavements and in buildings.
মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার বাড়াবে উড়ো ছাই দিয়ে তৈরি ইট ভাঁটার সংখ্যা
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর আরও ইটভাঁটা তৈরি করবে যেখানে উড়ো ছাই থেকে ইট তৈরি হবে। এই ইটভাঁটা গুলি অপেক্ষাকৃত কম দূষণকারী ও কমজায়গায় তৈরি হয়। আইআইটি খড়গপুর ও ন্যাশানাল টেস্ট হাউস পরীক্ষা করে জানিয়েছেন এই ইটগুলি সাধারণ ইটের থেকে বেশী শক্ত এবং এই ইট তুলনামূলকভাবে অনেক কম তাপ বিকিরণ করে।
এই নতুন ইটভাঁটা গুলো তৈরি হবে পশ্চিম বর্ধমানের অন্ডাল, মুর্শিদাবাদের সাগরদিঘি ও বীরভূম জেলার বক্রেশ্বরে। আরওতিনটি নতুন ইটভাঁটা তৈরি হবে নদীয়া জেলায়।
এই উড়ো ছাই থেকে ইটভাঁটায় ইট উৎপাদন শুরু হয় আজ থেকে ২ বছর আগে। মালদায় প্রথম এই ধরনের ইটভাঁটা চালু হয়। এই মুহূর্তে রাজ্যে ১০টি ইটভাঁটা আছে, দুটি বাঁকুড়ায়, তিনটি নদীয়ায়, দুটি পূর্ব মেদিনীপুরে ও একটি করে পুরুলিয়া, মালদা ওহুগলীতে। এই সবকটি ইটভাঁটা চালাবে মহিলাদের দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী।
১০০দিনের কাজের মাধ্যমে এই ইটভাঁটাগুলি তৈরি হয়েছে। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।
এই ইট তৈরির কাঁচামাল, মানে ছাই-এর যোগান দেবে তাপবিদ্যুত কেন্দ্রগুলি। এই পদ্ধতিতে প্রতিটি ইট তৈরি করতে খরচ পড়বে ২টাকা, যা বিক্রী করা হবে ৪ টাকা করে। যেখানে বাজারে ইটের দাম ৮ টাকা থেকে ১২ টাকা।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পে এই ইট ব্যাবহার করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই ইটের ব্যাবহার বৃদ্ধির জন্য প্রচার করা হচ্ছে।
Source: Millennium Post