September 18, 2017
Bengal Govt setting up modern foodgrain testing lab

The Bengal Government is setting up a state-of-the-art laboratory for testing the quality of foodgrains. This would be the largest such library in eastern India. It would be located at Khadya Bhavan in Kolkata.
Testing instruments would be imported for this laboratory. Qualities of all types of foodgrains and foodgrain-derived foods, including rice, wheat, flour, refined flour and others, can be tested here.
Bengal has stacked up a lot of achievements in the last six years, during the period of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.
Some of the principal achievements are:
Of the state’s total population, 90.6 per cent have been brought under the Khadya Sathi Scheme of 5 kg of rice per month at Rs 2 per kg. Currently, 8.66 crore people benefit from this scheme.
From financial year 2014-15 onwards, it has been decided to provide free services to 4,000 children and their mothers suffering from severe malnutrition, as a part of which they are given 5 kg rice, 2.5 kg wheat, 1 kg masoor dal and 1 kg chana dal per month).
For the 2016-17 kharif season, the money farmers got from the State Government from selling their crops was directly transferred to their bank accounts through NEFT.
The storage capacity of foodgrains in the state has been massively increased, from 61,000 metric tonnes in 2011 to 5.99 lakh metric tonnes till May 2017.
The Non-Plan Expenditure with respect to the public distribution system (PDS) for 2011-12 was Rs 33 crore, which has increased to Rs 270.3 crore for 2017-18, an increase of 800 per cent.
The profit of the State Warehousing Corporation during 2011-12 was Rs 3.58 crore, which increased to Rs 37.41 crore during 2016-17, which is an increase by more than 10 times.
খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি
খাদ্যশস্যের গুণমান পরীক্ষার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি হচ্ছে রাজ্যে। এটি হবে পূর্বাঞ্চলের মধ্যে এটি সব থেকে বড় ল্যাবরেটরি। নতুন খাদ্যভবনে এই ল্যাবরেটরির জন্য জায়গা রাখা হয়েছে।
অত্যাধুনিক এই ল্যাবরেটরির জন্য প্রয়োজনে বিদেশ থেকে যন্ত্রপাতি আনা হবে। এখানে চাল, গম, আটা-ময়দা সহ বিভিন্ন খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা করা হবে।
গত ৬ বছরে খাদ্য ও সরবরাহ দপ্তর অনেক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
•খাদ্য সাথী প্রকল্পের আওতায় ৯০.৬% উপভোক্তাকে ২ টাকা কিলো দরে ৫ কিলো খাদ্যশস্য সরবরাহ করা হয়। বর্তমানে প্রায় ৮.৬৬ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
• ২০১৪-১৫ সাল থেকে প্রায় ৪০০০ তীব্র অপুষ্টির শিকার শিসু ও তাদের মায়েদের বিনামূল্যে পুষ্টিগত সহায়তা (প্রতি মাসে ৫ কিলো চাল, ২.৫ কিলো গম, ১ কিলো মুসুর ডাল ও ১ কিলো ছোলার ডাল)দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
• ২০১৬-১৭ খারিফ মরশুমে নেফটের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিক্রয়মূল্য সরাসরি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
• মজুত ক্ষমতার সম্প্রসারনঃ ২০১১ সালের মে মাসে মজুত ক্ষমতা ছিল ৬২০০০ মেট্রিক টন। ২০১৭ সালের মে মাসে এই মজুত ক্ষমতা বেড়ে হয়েছে ৫.৯৯ লক্ষ মেট্রিক টন।
• পরিকল্পনা খাতে ব্যয় বৃদ্ধিঃ ২০১১-১২ সালে গণ বণ্টন ব্যবস্থার জন্য পরিকল্পনাধীন ব্যয়ের মোট পরিমাণ ছিল ৩৩ কোটি টাকা, ২০১৭-১৮ সালে ঐ পরিমাণ বেড়ে হয়েছে ২৭০.৩ কোটি টাকা। বৃদ্ধির এই পরিমাণ ৮০০% এর ও বেশি।
• ২০১১-১২ সালে পশ্চিমবঙ্গ পণ্যাগার নিগমের লাভের পরিমাণ ছিল ৩.৫৮ কোটি টাকা, ২০১৬-১৭ সালে এই লাভের পরিমাণ প্রায় ১০ গুন বেড়ে হয়েছে ৩৭.৪১ কোটি টাকা।