September 16, 2017
Bengal Govt encouraging use of lead-free paints for painting idols

The State Government has started encouraging the use of lead-free paints for painting idols. The move has been made to save the aquatic animals in the river Hooghly and other water bodies, which get negatively affected when idols are immersed and the paints get mixed up with water.
This initiative has been taken up across Bengal. The active push by the government during this time is meant to coincide with the time when the idols to be used for Durga Puja are painted.
The State Environment Department has started distributing lead-free paints among the artisans of Kumartuli in Kolkata. All the artisans of Kumartuli will be ultimately given the new colours.
According to the Environment Minister, who distributed the first batch of these environment-friendly paints, the lead-free colours are as bright as any other colour and so the Durga idols that will be painted with these will be as bright. To convince artisans about this fact, the department has also carried out sustained campaigns.
The minister said that several steps have already been taken to make Ganga pollution-free to save the aquatic animals and that similar steps will be taken to ensure that waterbodies in the districts are saved.
সীসা রঙের ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ভাবনা রাজ্য সরকারের
সীসাযুক্ত রঙের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আনার জন্য চিন্তাভাবনা শুরু করল পরিবেশ দপ্তর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এর জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যানকেও উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন পরিবেশমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রতিমা তৈরির জন্য যে সীসা মুক্ত রঙের ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে যেমন সচেতনতা গড়ে তোলা হচ্ছে তেমনই আগামী ভবিষ্যতে সীসাযুক্ত রঙের ব্যবহার ও তার তৈরির ক্ষেত্রে যাতে নিষেধাজ্ঞা আনা যায় তাঁর পরিকল্পনা করা হবে। শুধু দুর্গাপুজো নয়। বিশ্বকর্মা পুজো, কালীপুজো থেকে জগদ্ধাত্রী পুজো সবেতেই জোর দেওয়া হবে এই সীসাযুক্ত রঙের ব্যবহারে।’
বেশ কয়েক বছর ধরেই সীসামুক্ত রঙের ব্যবহার নিয়ে কাজ করছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেই মতো মৃৎশিল্পীদের নিয়েও হয়েছে একাধিক শিবির। শুধু কলকাতার নয়, চন্দননগর, শিলিগুড়ি, দুর্গাপুরের শিল্পীদেরও এই রঙের ব্যবহার নিয়ে সচেতনতা বাড়ানো হবে পুজোর আগে। মূলত গঙ্গা দূষণ রোধে এই উদ্যোগ দেওয়া হয়।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তা সীসামুক্ত রঙ্গেও যে সমান উজ্জ্বলতা পাওয়া যায় তা প্রমাণ করে দিয়েছে। এটা জানাতে কলকাতা থেকে জেলায় জেলায় প্রচারও করা হচ্ছে।