সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৯, ২০১৯

বাণিজ্য সম্মেলনের মঞ্চে জমি বণ্টন

বাংলা মানেই বাণিজ্য – পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে আবারও তা প্রমাণ হল। আজ সম্মেলনের মঞ্চ থেকে বিভিন্ন উদ্যোগকে জমি বন্টন করে রাজ্য সরকার।

দেখে নিন এক নজরে:

১. ট্যানারি ইউনিট তৈরীর জন্য বানতলার লেদার কমপ্লেক্সে ৭০ একর জমি জন্য দেওয়া হয়। কানপুর ও চেন্নাই থেকে বিভিন্ন চর্মশিল্পের সাথে যুক্ত উদ্যোক্তারা এসেছেন পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে।

২. ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এস্টেটগুলির জমি বন্টন:

উত্তরবঙ্গে বেসরকারি ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৪২টি ইউনিটকে জমি অনুমোদনের চিঠি দেওয়া হয়েছে।

জলপাইগুড়ি জেলার ৩২ একরের ফুলবাড়ি স্টেট এডেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৭০ টি ইউনিটকে জমি অনুমোদনের চিঠি দেওয়া হয়েছে।

জলপাইগুড়ি জেলার ১০৭ একরের শিল্পব্রত ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৫ টি ইউনিটকে জমি অনুমোদনের চিঠি দেওয়া হয়েছে।

হুগলীর ২০ একরের বজরঙবলী ইন্ডাস্ট্রিয়াল পার্কে ২৭ টি ইউনিটকে জমি অনুমোদনের চিঠি দেওয়া হয়েছে।

হাওড়ার জগদীশপুরের হোশিয়ারি পার্কে ৪ টি ইউনিটকে জমি অনুমোদনের চিঠি দেওয়া হয়েছে।

উদ্বোধন

১. শিল্পের ক্ষেত্রে অভিযোগ জানানো ও সমাধানের জন্য, শিল্প দিশা অ্যাপ

২. রপ্তানি সহায়ক মোবাইল অ্যাপ, বাংলার রপ্তানি

৩. নতুন রাজ্য তথ্য কেন্দ্র সেক্টর ৫, কলকাতায়

৪. ওয়েবেল এবং বিসিসিআই-এর যৌথ উদ্যোগে ওয়েবেল ভবনে গড়ে ওঠা স্টার্ট আপ ইঙ্কিউবেশন সেন্টার

৫. পাঁচটি বই প্রকাশিত হয় (ইন্ডাস্ট্রিয়াল পার্কের ওপর ৩টি বই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়)

Ready-to-Allot Industrial Plots with infrastructure at Industrial Parks in West Bengal (comprehensive list of the plots at all the industrial parks in the State)

Industrial Clusters in West Bengal (list of 520 Industrial clusters)

Electronics Parks of West Bengal

ফাইল চিত্র