সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৬, ২০১৯

ফিরে দেখা বিগত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনগুলি

বিশ্বও বঙ্গ বাণিজ্য সম্মেলন রাজ্য সরকারের আয়োজিত একটি বার্ষিক সম্মেলন যেখানে বাংলার বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরা হয় এবং বণিক সমাজের সামনে বাণিজ্যের ক্ষেত্রগুলি তুলে ধরা হয়।

গত কয়েক বছরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন দেশের সেরা বাণিজ্য সম্মেলনগুলির মধ্যে নিজের স্থান করে নিয়েছে।

২০১৫ সাল থেকেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন রাজ্যে অনেক বিনিয়োগ নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে রাজ্যের শিল্প এবং রাজ্যের গৌরবকে এগিয়ে নিয়ে চলেছেন, এই সম্মেলনে তার স্বীকৃতি মেলে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৬

দ্বিতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ৮ এবং ৯ জানুয়ারি ২০১৬। মূল অনুষ্ঠান হয় ভারত তথা বিদেশের প্রতিনিধিদের নিয়ে যারা নিজের অভিজ্ঞতা সকলকে শোনান। এই সম্মেলন বিজনেস টু বিজনেস এবং গভর্ন্মেন্ট টু বিজনেসের ওপর জোর দেয়।

ভারতের ও ২৬টি অন্যান্য দেশের শীর্ষ শিল্পপতি, নেতা, মন্ত্রী এখানে আসেন। এই বিদেশের মধ্যে ছিল আমেরিকা, ইংল্যান্ড, ইটালি, স্পেন, জার্মানি, জাপান, চীন, কোরিয়া, ভুটান, বাংলাদেশ ও অন্যান্য।
এই সম্মেলনের শিরোনাম ছিল ‘বেঙ্গল সার্জিং অ্যাহেড’। এই সম্মেলনে ২.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২০ ও ২১ জানুয়ারি।

তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই সম্মেলনের সূচনা করেন। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী বিনিয়োগকারী গোষ্ঠীকে এই রাজ্যে বিনিয়োগ করতে আহ্বান করা।

প্রথম দিন প্লেনারি সেশান অনুষ্ঠিত হয় এবং সেখানে স্টার্ট আপ, উদ্যোগ, বহুজাতিক আলোচনা হয়। দ্বিতীয় দিনে আঠারোটি সেশান হয় এর মধ্যে ফোকাস সেক্টর নিয়ে ১১টি সমান্তরাল সেশান হয়। এছাড়া, এশিয়ার মানচিত্রে বাংলার উন্নয়ন নিয়ে, স্টার্ট আপ নিয়ে বিশেষ সেশন, জাতীয় সেশান, গোল টেবিল বৈঠক হয়।

এই সম্মেলনে ২৯টি দেশ থেকে ৪০০০ প্রতিনিধি আসেন। জাপান, পোল্যান্ড, ইটালি ও জার্মানি এই সম্মেলনের পার্টনার ছিল।

এই সম্মেলনে ২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৮

চতুর্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় বিশ্ব বাংলা কনভেনশন সম্মেলনে ২০১৮ সালের ১৬ এবং ১৭ জানুয়ারি।
জাপান, জার্মানি, ইটালি, পোল্যান্ড, রিপাবলিক অফ কোরিয়া, ফ্রান্স, চেক রিপাবলিক, ইংল্যান্ড এবং আরব এই বছর পার্টনার ছিল।

এই সম্মেলনে ১০৪৬টি বিজনেস টু বিজনেস এবং ৪০ টি বিজনেস টূ গভর্ন্মেন্ট বৈঠক হয়।

এই সম্মেলনে ৩২টি দেশ থেকে ৪০০০ প্রতিনিধি আসেন।

এই সম্মেলনে মুকেশ আম্বানি, লক্ষী মিত্তল, সজ্জন জিন্দাল, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সম্মেলনে চীন থেকে এক বড় প্রতিনিধিদল আসে এবং এর মধ্যে ছিল ৩০টি চীনা কোম্পানি।

এই সম্মেলনে ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ২০ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।