Latest News

September 12, 2017

Bengal CM inaugurates the refurbished Vivekanada Yuba Bharati Krirangan

Bengal CM inaugurates the refurbished Vivekanada Yuba Bharati Krirangan

The refurbished Salt Lake Stadium, which will host the final of the Fifa U-17 World Cup, handed over to FIFA today by Bengal Chief Minister Mamata Banerjee.

Giving it a 10/10 rating, LOC tournament director Javier Ceppi said the revamped stadium is at par with any world-class venue that has hosted a Fifa World Cup final.

“If you ask me it looks like a museum, be the entrance or the inside. Or like the teams said it looks the lobby of a five-star hotel,” Ceppi said, thanking West Bengal Chief Minister Mamata Banerjee for getting the work done in two and half years’ time.

“They (West Bengal government) took the challenge. This stadium now can be compared to other stadiums in the world that have hosted a Fifa World Cup final.”

The revamp of the stadium, formally known as Vivekananda Yuva Bharati Krirangan, which was taken up on February 1, 2015, cost the West Bengal government more than Rs 100 crore.

 

আজ নবরূপে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল। আজ নবরূপে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় আয়োজক কমিটির ডিরেক্টর জাভিয়ার কেপি এই নতুন ক্রীড়াঙ্গনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ফিফা বিশ্বকাপ ফাইনাল যে যে মাঠে খেলা হয়, এই মাঠটিও এখন সেই মানের।

রাজ্য সরকার ১০০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের সংস্কার করেছে। এত অল্প সময়ে মাঠকে নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।