September 4, 2017
Bengal CM chairs central-level administrative review meeting at Nabanna

Chief Minister Mamata Banerjee took stock on the progress of work undertaken by all State Government departments during the central-level administrative review meeting held at the state secretariat, Nabanna today.
The top brass of all the departments, superintendents of police and district magistrates of all the 23 districts, and commissioners of all the police commissionerates were present in the meeting today.
After the meeting, Mamata Banerjee held a media interaction. She said that among the topics discussed were 100 Days’ Work, health and agriculture. Ways to provide further help to the 85 lakh people affected by the floods were also discussed. The State Government departments have been given the responsibility to get rid of the many cases pending in the courts as early as possible. All topics related to the government were discussed in detail.
It must be mentioned in this connection that every year, Mamata Banerjee holds an annual administrative review meeting in every district to appraise the work done with respect to the implementation of government projects.
Earlier, before the meeting, the Chief Minister inaugurated an auditorium adjacent to Nabanna. It has been named Nabanna Sabhaghar.
নবান্নে রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী
আজ রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, মন্ত্রী, দপ্তরের সচিব, জেলাশাসক, জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং রাজ্য প্রশাসনের পদস্থ কর্তাব্যাক্তিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা হয় এই বৈঠকে।
এক বছরের কাজের খতিয়ান নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই পঞ্চায়েত নির্বাচনের আগে কাজের রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। কীভাবে মানুষের কাছে আরও উন্নয়ন পৌঁছবে তার দিক নির্দেশও করেন তিনি।
নবান্নে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আজকের বৈঠকে ১০০ দিনের কাজ, স্বাস্থ্য, কৃষি সহ সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ৮৫ লক্ষ মানুষ বন্যার কবলে, তাদের সাহায্য করার বিষয় নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। অনেক কোর্ট কেস পড়ে আছে, সেগুলি সমাধানের জন্য প্রতিটি দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে”.
আজ নবান্ন’র পাশে নতুন তৈরি হওয়া অডিটোরিয়াম, নবান্ন সভাঘরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে নবান্নর প্রশাসনিক বৈঠকগুলি ওই অডিটোরিয়ামে করা হবে।