মে ২২, ২০১৮
সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও আশা কর্মীদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবিভূষণ সম্মান প্রদানের মঞ্চ থেকেই তাদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি।
এতদিন পর্যন্ত সিভিক ভলান্টিয়ারদের বেতন ছিল সাড়ে পাঁচ হাজার টাকা। ১ অক্টোবর থেকে তা বাড়িয়ে করা হবে আট হাজার টাকা। তাছাড়া যাঁরা বর্তমানে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে হোম গার্ড ও পরে কনস্টেবল করে নেওয়ারও পদ্ধতি শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এবার থেকে সিভিক ভলান্টিয়ারদের সরাসরি পুলিশকর্মী হওয়ার সুযোগ থাকল।
এছাড়া আশা কর্মীদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বর্তমানে মাসে ২০০০ টাকা করে পান তাঁরা। সেই সঙ্গে থাকে ইনসেন্টিভ। এবার তাঁদের বেতন আরও হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রশাসন।
একই সিদ্ধান্ত আইসিডিএস কর্মীদের ক্ষেত্রে। বর্তমান বেতনের থেকে হাজার টাকা করে বেশি পাবেন তাঁরা। এই নয়া বেতন পদ্ধতি চালু হবে ১ অক্টোবর থেকে।