অগাস্ট ২৫, ২০১৮
কোর্ট–ভোট যেখানেই লড়াই জয়ী তৃণমূল, বললেন অভিষেক

শুক্রবার পুরুলিয়ার বলরামপুরের রথতলা ময়দানে বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বিশাল জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিজেপি–র কড়া সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কোর্ট ও ভোট যেখানেই লড়াই হবে সেখানেই তৃণমূল জিতবে। কারণ তৃণমূল মানুষের জন্য লড়াই করে। মানুষের উন্নয়নের জন্য লড়াই করে। পঞ্চায়েত রায় নিয়ে এমনটাই প্রতিক্রিয়া তৃণমূলের যুব সভাপতি, সাংসদ অভিষের বন্দ্যোপাধ্যায়ের।
অভিষেক বলেন, ‘বলরামপুরের মানুষ কয়েকটি আসনে বিজেপি–কে জিতিয়ে বুঝেছে ওদের জেতানো আর খাল কেটে কুমির ডেকে আনা একই। এই বলরামপুরে একের পর এক ভোটে তৃণমূল জিতেছে, কিন্তু কোনওদিন কোনওরকম অশান্তি হয়নি। আর পঞ্চায়েতে জেতার এক সপ্তাহের মধ্যে গোটা বলরামপুর জুড়ে অশান্ত হয়ে গিয়েছিল। দুটো অস্বাভাবিক মৃত্যু হয়। সেই মৃত্যু নিয়ে ওরা রাজনীতি শুরু করেছিল। যেখানে যেখানে তৃণমূল জিতেছে সেখানে শান্তি এসেছে। আর যেখানেই বিজেপি জিতেছে সেখানেই অশান্তি।’
তিনি আরও বলেন, ‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ওরা মানুষকে ভুল বোঝায়, বলে ইমামদের ভাতা দেওয়া হয় করের টাকায়। মনে রাখবেন মানুষের করের টাকায় উন্নয়নের কাজ হয়। সবুজ সাথী, গীতাঞ্জলি থেকে মানুষের উন্নয়নের সমস্ত কাজ করা হয় করের টাকাতে। আমরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি যোগীর গেরুয়া হিন্দুত্বে বিশ্বাস করি না।’
তার কথায় ‘বলরামপুরের মানুষের জন্য অনেক কাজ করা হলেও কিছু মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাঁদের কাছে যেতে হবে। কোনও একটা মানুষ খারাপ হতে পারে মমতা ব্যানার্জির কথা ভেবে আমাদের পাশে থাকুন তিনি আপনাদের জন্য কাজ করছেন। কোনওভাবেই জঙ্গলমহলকে অশান্ত হতে দেবেন না। তবে যারা বিজেপি–র হয়ে জিতেছে তাঁরা ফের আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অনেকে আবার লুকিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই যোগ দিতে চান। তাঁদের আটকাতে পারবেন না।’
সৌজন্যে: আজকাল