Latest News

November 16, 2016

Bardhaman: On the path of development

Bardhaman: On the path of development

The Trinamool Congress Government has brought about a lot of developmental initiatives to Bardhaman district. A lot of services are now reaching the people, which had never happened before.

There have been major developments in the sectors of rural development, agriculture, health, industry and education, among others.

 

Police

  • Four new police stations have been established: Durgapur women police station, Asansol-Durgapur women police station, Bardhaman women police station and Nadanghat police station.

 

Health and Family Welfare

  • Five special newborn care units (SNCUs) are already operational in Bardhaman Medical College and Hospital, Asansol District Hospital, Durgapur Sub-divisional Hospital, Katwa Sub-divisional Hospital, and Kalna Sub-divisional Hospital.
  • 23 sick newborn stabilisation units (SNSUs) are operational in the district.
  • Three critical care units (CCUs) are running in Durgapur, Asansol, and Bardhaman.

 

Education

  • Almost 2.45 lakh students have been presented with bicycles under the Sabuj Shathi Scheme.
  • 31 primary schools and 336 higher secondary schools have been established.
  • 24 primary schools have been upgraded to Madhyamik schools and 186 Madhyamik schools have been upgraded to Higher Secondary schools.

 

Agriculture and Land Reforms

  • We have developed Mati Tirtha to initiate dialogues on agriculture and other related sectors.
  • An Agriculture University has been established in Sadhanpur to bring in modern scientific techniques in the sphere of agriculture.
  • To aid unemployed youth, 160 Bengal Dairy kiosks have been established in the district.

 

Panchayat and Rural Development

  • The State Government has facilitated the building of 62,000 houses under Indira Awaas Yojana.
  • Under Mission Nirmal Bangla, around 3.74 lakh toilets have been built in the district. In 2014-15, Bardhaman was ranked 4th nation-wide and 3rd in West Bengal based on the number of household toilets built.

 

Minorities Development

  • Around Rs 110 crore have been spent on various schemes under the Multi-Sectoral Development Programme (MSDP).
  • 535 Anganwadi centres have been established at a cost of Rs 23.72 crore
  • Rs 141.25 crore has been spent to provide arsenic-free water.
  • Backward Classes and Adivasi Development
  • More than 3 lakh SC/ST/OBC certificates have been granted in the last four-and-a-half years.

 

Women and Child Development

  • Families which have severely malnourished children are being provided Rs 240 and 25 kg of rice as GR. This has led to the number of malnourished children going down from 2,513 to 586.

 

Khadya Sathi

  • The government is buying foodgrains at a rate higher than the minimum support price to help the farmers.

 

Industry

  • 35 clusters of micro, small and medium enterprises (MSME) have been established which has led to numerous employment opportunities.
  • 2 industrial estates have been set up in Durgapur and Shaktigarh.

 

PWD and Transport

  • Renovation of roads: NH-2B at a cost of Rs 17 crore, Saptagram-Tribeni-Kalna-Katwa at cost of Rs 35 crore, Muchipara-Shibpur at a cost of Rs 22 crore and Bhatar-Banprash at a cost of Rs 9 crore.

 

Power

  • To strengthen the electricity infrastructure, Rs 391 crore was spent in rural areas and Rs 262 crore in urban areas.

 

Irrigation

  • Rs 71 crore have been spent on upgrading canals and flood management.

 

Public Health and Engineering

  • To combat the problem of arsenic-polluted water, a surface water-based project has been set up in Purbasthali-2 block.

 

Labour

  • More than 22,000 people have been registered under West Bengal Transport Workers Social Security Scheme.
  • More than 9,000 people are receiving incentives under the Yuvashree Scheme.

 

Self-Help Groups and Schemes

  • 15 Karma Tirtha have been set up.

 

Urban Development

  • Around 20,000 homes have been built for the poor in urban areas.

 

Sports and Youth Affairs

  • Stadiums to be built in Bhatar and Memari

 

In 2007-11, the State Government had a budget of Rs 160 crore for developments in the region, which went up to Rs 609 crore in 2011-15, after the creation of Paschimanchal Unnayan Affairs Department. This shows the commitment of the Mamata Banerjee-led Trinamool Congress Government to West Bengal.

 

বর্ধমান জেলার উন্নয়নের জোয়ার 

রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে বিগত সাড়ে চার বছর সময়কালে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এই বর্ধমান জেলায়। এই জেলায় বিগত সাড়ে চার বছরে ৮৫ শতাংশ মানুষের কাছে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া গেছে।

 

স্বরাষ্ট্র :-

প্রশাসনিক সুবিধার্থে ও উন্নয়নের স্বার্থে বর্ধমান (শিল্পাঞ্চল) ও বর্ধমান (গ্রামীণ) ২টি পৃথক জেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলায় নতুন থানা হিসাবে দুর্গাপুর মহিলা থানা, আসানসোল-দুর্গাপুর মহিলা থানা, বর্ধমান মহিলা থানা ও নাদনঘাট থানা স্থাপন করা হয়েছে।

 

স্বাস্থ্য পরিবার কল্যান :-

SNCU মোট ৫টি জায়গায়, চালু হয়ে গেছে।এগুলি হল:- বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে, কাটোয়া মহকুমা হাসপাতাল, কালনা মহকুমা হাসপাতালে।

জেলায় মোট ২৩টি SNCU চালু হয়ে গেছে।

CCU মোট তিনটি জায়গায়:- দুর্গাপুর মহকুমা হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয়ে গেছে।

 

শিক্ষা:

এই জেলায় প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ছাত্র-ছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।

বিগত সাড়ে ৪ বছরে জেলায় নতুন ৩১টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৩৬টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি ২৪টি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তরে এবং ১৮৬টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।

 

ভূমি সংস্কার, কৃষি, মৎস্য পশুপালন

কৃষি, মৎসচাষ, পশুপালন ও সহযোগী ক্ষেত্রগুলির জন্য মত বিনিময় ও আদানপ্রদানের স্থায়ী পরিকাঠামো হিসাবে আমরা গড়ে তুলছি মাটি তীর্থঞ্চ। মাটি উৎসবের প্রাঙ্গণে এর স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক কৃষি শিক্ষা প্রচারের জন্যে আমাদের সরকার এক বলিষ্ট পদক্ষেপের মাধ্যমে বর্ধমান জেলার সাধনপুরে একটি নতুন কৃষি মহাবিদ্যালয় স্থাপন করেছে।

পাশাপাশি বেকার যুবক, যুবতীদের কর্ম সংস্থানের লক্ষে ১৬০টি আনশফতর ঈভতক্ষঁ ঔভষড়য জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে।

 

পঞ্চায়েত গ্রামোন্নয়ন:

গত সাড়ে ৪ বছরে জেলায় ৬২ হাজারের বেশি ইন্দিরা আবাসন ঘর করা হয়েছে। আগামী মে মাসের মধ্যে আরও ১৩ হাজার ঘর নির্মিত হয়ে যাবে।

জেলায় মিশন নির্মল বাংলা প্রকল্পে প্রায় ৩ লক্ষ ৭৪ হাজার শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে। ২০১৪-১৫ সালে বর্ধমান জেলা পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে চতুর্থ স্থান এবং রাজ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।২০১৬ সালের মার্চ মাসের মধ্যে বর্ধমান জেলার প্রতিটি পরিবারে শৌচাগার নির্মাণের কাজ ১০০ শতাংশ পূরন হবে।

 

সংখ্যালঘু উন্নয়ন :

MSDP- তে প্রায় ১১০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিবিধ প্রকল্প রূপায়িত করা হয়েছে।

জেলায় সংখ্যালঘু উন্নয়নে মোট ৫৩৫টি অঙ্গনত্তয়াড়ী কেন্দ্র ২৩.৭২ কোটি অর্থ ব্যয় করে নির্মিত হয়েছে।

 

অনগ্রসর কল্যাণ আদিবাসী উন্নয়ন:

বিগত সাড়ে ৪ বছরে প্রায় ৩ লক্ষ জাতি শংসাপত্র প্রদান করা হয়েছে।

 

নারী শিশু উন্নয়ন :

শিশুদের মধ্যে অপুষ্টি হার কমানোর জন্য আঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমে পরিপূরক পুষ্টি সরবরাহ করা হচ্ছে।  অতিঅপুষ্টি শিশুদের পরিবারগুলিকে ২৪০ টাকা ও ২৫ কেজি চাল জি-আর হিসাবে দেওয়া হচ্ছে। অতিপুষ্টিজনিত শিশুদের পরিবারগুলিকে গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পের আওতায় আনা হয়েছে।তার ফলে এক বছরে অতিঅপুষ্টি শিশুর সংখ্যা ২৫১৩ থেকে কমে ৫৮৬ হয়েছে।

 

খাদ্য সুরক্ষা কর্মসূচী- খাদ্য সাথী প্রকল্প :

খাদ্য শস্যের যোগান সুনিশ্চিত করতে আমরা কৃষকদের থেকে বেশি দামে খাদ্য শস্য ক্রয় করা হচ্ছে। এতে কৃষকরাও বিশেষভাবে উপকৃত হচ্ছেন,তাঁরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন।

 

শিল্প:

জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ৩৫টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করা গেছে।

দূর্গাপুরে ও শক্তিগড়ে ২টি শিল্প তালুক গড়ে তোলা হয়েছে।

 

পূর্ত পরিবহন :

৩৫ কোটি টাকা ব্যয়ে সপ্তগ্রাম-ত্রিবেণী- কালনা-কাটোয়া রাস্তার  সংস্কার, ২২ কোটি টাকা ব্যয়ে মুচিপাড়া-শিবপুর রাস্তা, ৯ কোটি টাকা ব্যয়ে ভাতার-বনপাস রাস্তা প্রভৃতি।

 

বিদ্যুৎ অচিরাচরিত শক্তি :-

বর্ধমান জেলার গ্রামীণ এলাকায় বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে ৩৯১ কোটি টাকার ও বর্ধমান জেলার শহর এলাকায় বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে ২৬২ কোটি টাকার দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

 

সেচ :-

সেচ ব্যবস্থা উন্নতিকল্পে এবং বন্যা নিয়ন্ত্রনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৭১ কোটি টাকা ব্যায়িত হয়েছে।

 

জনস্বাস্থ্য কারিগরী  :

আর্সেনিক অধ্যুষিত এলাকায় আর্সেনিক দূষণের মোকাবিলায় পূর্বস্থলী-২ ব্লকে ১টি জল সরবরাহ প্রকল্প রূপায়িত হয়েছে।

 

শ্রম:-

অনুরূপভাবে,  WBTWS প্রকল্পে ২২ হাজারেরও বেশি পরিবহন কর্মী নথিভুক্ত হয়েছেন।

যুবশ্রী প্রকল্পে ৯ হাজারেরও বেশি যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।

 

স্বনির্ভর দল স্বনিযুক্তি কর্মসূচী :-

জেলায় বিভিন্ন দপ্তরের মোট ২১টি কর্মতীর্থ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ১৫টির কাজ সমাপ্ত হয়েছে, বাকী ৬টির কাজ চলছে।

 

পুর নগরোন্নয়ণ

বর্ধমান জেলায় শহরাঞ্চলে গরীবদের জন্যে প্রায় প্রায় ২০ হাজার বাসস্থান নির্মিত হয়েছে।

 

ক্রীড়া যুব কল্যাণ

বর্ধমান জেলায় ভাতার ও মেমারীতে স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে।

রাজ্য বাজেটে এই দপ্তরের পরিকল্পনা খাতে ব্যয় বরাদ্দ ২০০৭ -১১ সালে ছিল মাত্র ১৬০ কোটি টাকা, যা ২০১১-১৫ সালে বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ৬০৯ কোটি। জলসংরক্ষণ, সেচ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি প্রকল্পগুলি এই দপ্তর অগ্রাধিকার ভিত্তিতে রূপায়ণ করছে।

 

————————————-