সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৬, ২০১৯

তৃণমূল শাসনে বাংলার অর্থনীতি ঊর্ধ্বমুখী

২০১১ সালের মে মাসে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের দায়িত্ব নেওয়ার পর, বাংলা এগিয়ে চলেছে।

একের পর এক বছর যেমন গড়াচ্ছে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হচ্ছে-শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্র।

উন্নয়নের নিরিখে বাংলা সেরা রাজ্যগুলির একটি। জাতীয় গড়ের থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে বাংলা।

  • রাজস্ব ঘাটতি এবং জিএসডিপি অনুপাতঃ ২০১৫-১৬ সালে জেনারেল ক্যাটেগরি স্টেটস শ্রেনীতে ২০১৫-১৬ সালে দেশের সেরা
  • গ্রোথ রেটিং ডেট স্টকঃ ২০০০-১১ সালের ১৪.৬৫% থেকে ২০১১-১৮ সালে কমে হয়েছে ৯.৬১%
  • কর আদায়ের এবং জিএসডিপি অনুপাতঃ ২০০০-১১ সালের ৪.৮৫% থেকে বেড়ে ২০১১-১৮ সালে ৫.২৯% হয়েছে
  • অনলাইন রাজস্ব আদায়ঃ ৯০ শতাংশ রাজস্ব (৪৬৩০০ কোটি টাকা)

সেইসব ক্ষেত্র যেখানে দেশের তুলনায় রাজ্যের ফলাফল ভালোঃ

  • জিভিএ (কারেন্ট প্রাইসেস)– ২০১৭-১৮তে রাজ্য – ১৪.৯৯% দেশ – ৯%
  • জিডিপি (কারেন্ট প্রাইসেস)- ২০১৭-১৮তে রাজ্য – ১৫.০৬% দেশ – ৯.৫%
  • পার ক্যাপিটা জিডিপি (কারেন্ট প্রাইসেস)- ২০১৭-১৮তে রাজ্য – ১৩.৯২% দেশ – ৮.১%
  • পার ক্যাপিটা জিডিপি (কন্সটান্ট প্রাইসেস)- রাজ্য – ২০১৫-১৬ সালের ৪.৮% তুলনায় ২০১৭-১৮ সালে ১০.৩৬%, দেশ – ২০১৫-১৬ সালের ৬.৭% তুলনায় কমে ২০১৭-১৮ সালে ৫.২%

ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্পে ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলা দেশে সেরা। দক্ষতা উন্নয়ন, ব্যসসার সহজীকরনে, কাজের স্বচ্ছতায় দেশের সেরা এবং ই-টেন্ডারের মাধ্যমে সব থেকে বেশী চুক্তি প্রদান করেছে বাংলা।

রাজ্যের কর আদায় বেড়েছে দুগুণেরও বেশী।স্থায়ী এবং সামাজিক পরিকাঠামো খাতে ব্যয় বেড়েছে চারগুনের বেশী। ৯০ লক্ষ কর্মসংস্থান তৈরী হয়েছে। যেখানে সারা দেশের ৪০% বেকারত্ব বেড়েছে।

২০১৮ সালে অনুষ্ঠিত চতুর্থ বিশ্বও বঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩২ টি দেশ থেকে ৪৫০০ এরও বেশী প্রতিনিধি এসেছিলেন। ১০৪৬ টি বিটুবি, ৪০২ টি গভর্নমেন্ট টু বিজনেস বৈঠক হয় এবং ১১০টি মৌ স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্যের প্রস্তাব এসেছে ২.২ লক্ষ কোটি টাকার যার মাধ্যমে কর্মসংস্থান হবে ২০ লক্ষ মানুষের।

প্রথম হিল বিজনেস সামিট আয়োজন করা হয় দার্জিলিঙে ২০১৮ সালের মার্চ মাসে। সেখানে ২০০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে।

উন্নয়নের নিরিখে বাংলা প্রথম সারির রাজ্যগুলির একটি, দেশের উন্নয়নের হারের থেকে অনেক বেশী।

বাংলার জিএসডিপি দুগুণেরও বেশী বেড়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই বৃদ্ধির হার ১১.৪৬% যা দেশের সার্বিক উন্নয়নের হারের থেকে অনেক বেশী। ঐ একই অর্থবর্ষে জিভিএ বেড়েছে ১১.৮%

উপরোক্ত দুই ক্ষেত্রে একই সময়ে দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬.৫ শতাংশ এবং ৬.১ শতাংশ।