সাম্প্রতিক খবর

জুলাই ৩, ২০১৯

বাংলার মুকুটে ফের জাতীয় স্বীকৃতি, তপশিলি উন্নয়নে সেরা রাজ্য

বাংলার মুকুটে ফের জাতীয় স্বীকৃতি, তপশিলি উন্নয়নে সেরা রাজ্য

জাতীয় মঞ্চে বাংলার পঞ্চায়েতে নজিরবিহীন কাজ হোক বা আন্তর্জাতিক মঞ্চে কন্যাশ্রী। মমতার রাজত্বে বাংলার মুকুটে জুটেছে একাধিক শিরোপা। তাতেই এবার যোগ হল আরও একটি পালক। রাজ্যে তপশিলি জাতির উন্নয়নে জাতীয় স্তর থেকে স্বীকৃতি পেল বাংলা। আর মঙ্গলবার এই সুসংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাজ্যবাসীকে জানালেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নিজের টুইটারে এই শিরোপার কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমি আপনাদের কাছে অত্যন্ত আনন্দের সঙ্গে এই খবর জানাচ্ছি যে তপশিলি উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য জাতীয় মঞ্চ থেকে ২০১৭-১৮ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের হাতে উঠে এসেছে সেরার শিরোপা।

পাশাপাশি আরি একটি টুইটে তিনি লেখেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের তপশিলি জাতি ও উপজাতিভুক্ত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। এবং সেখানে এই সংক্রান্ত উন্নয়ন মুলক কাজের খতিয়ানও নেন তিনি।