ফেব্রুয়ারি ১৪, ২০১৯
রাজ্যে বায়ু দূষণ কমাতে চুক্তি বাংলা ও ইউকে-র

কলকাতার বায়ু দূষণ রুখতে ইউকের ইউনিভার্সিটি অফ স্ত্র্যাথক্লাইড, ইন্সটিটিউট ফর ফিউচার সিটিসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউনিভার্সিটি অফ স্ত্র্যাথক্লাইড, ইন্সটিটিউট ফর ফিউচার সিটিস গ্লাসগো, স্কটল্যান্ড, ইউরোপিয়ান শহরে দূষণ রোখার কাজ করছে। এই প্রথম তারা ভারতে কাজ করবে। তাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হবে কলকাতা থেকে।
ইউনিভার্সিটি অফ স্ত্র্যাথক্লাইড, ইন্সটিটিউট ফর ফিউচার সিটিসের ডিরেক্টর বলেন, এই চুক্তির মূল উদ্দেশ্যে যথাযথ এবং সাশ্রয়ী মূল্যে কলকাতার বায়ুর মানের ওপর নজর রাখা। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতি গ্রহণ করা যার ফলে বায়ু দূষণ কমবে। শীঘ্রই তাদের এক প্রতিনিধি দল কলকাতায় আসবে কলকাতার বায়ুর মান সরেজমিনে প্রত্যক্ষ করতে।
বেঙ্গল চেম্বার ও কলকাতা বিশ্ববিদ্যালয় এদের সহযোগী হিসেবে কাজ করবে।
ফাইল চিত্র