সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৮, ২০১৮

সিলিকন ভ্যালির তথ্যপ্রযুক্তি সংস্থাদের সাহায্য করবে রাজ্য সরকার

সিলিকন ভ্যালির তথ্যপ্রযুক্তি সংস্থাদের সাহায্য করবে রাজ্য সরকার

নিউটাউনে তৈরী হচ্ছে বাংলার সিলিকন ভ্যালি হাব। এই হবে যে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি তাদের ব্যবসা স্থাপন করতে ইচ্ছুক হবে, তাদের সহায়ক মুল্য দিয়ে সাহায্য করবে রাজ্য সরকার।

তথ্যপ্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বলেন, প্রস্তাবিত সিলিকন ভ্যালিতে যাতে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ব্যবসা স্থাপন করতে, তাদের এখানে সহায়ক মুল্যে শিল্প গড়তে সাহায্য করবে রাজ্য সরকার। সিআইআই আয়োজিত ১৭তম আইসিটিতে এই ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হল বাংলায় একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরী করার যাকে কেন্দ্র করে ব্যবসার ক্ষেত্রে নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার বাড়ে এবং রাজ্য প্রগতির পথে এগিয়ে যায়।

এই লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে গাঁটছড়া বেঁধেছে সরকার। যেমন, কোয়ান্টাম কম্পিউটিঙের জন্য সঙ্গে নেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে, ব্লকচেনের জন্য আইএসআইকে, সাইবার সুরক্ষা ক্ষেত্রে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির সাথে, রোবোটিক্সের জন্য এনআইটির সঙ্গে এবং ইনোভেশন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আইআইটি খড়গপুরের সঙ্গে কাজ করবে রাজ্য সরকার।

প্রসঙ্গত, আগামী ডিসেম্বর মাসে ব্লকচেন কংগ্রেস এর আয়োজন করবে রাজ্য সরকার।

গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনের ২০০ একর জমির ওপর প্রস্তাবিত এই সিলিকন ভ্যালির শিলান্যাস করেন।