সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৫, ২০১৮

ফিনটেক ও ব্লকচেন প্রযুক্তিতে অগ্রণী ভুমিকা পালন করবে বাংলা

ফিনটেক ও ব্লকচেন প্রযুক্তিতে অগ্রণী ভুমিকা পালন করবে বাংলা

ফিনটেক ও ব্লকচেন প্রযুক্তিতে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলা। এর জন্য, রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তর একটি নেটওয়ার্ক তৈরী করবে যাতে নিউটাউনে অবস্থিত ফিনটেক হাব ও প্রস্তাবিত সিলিকন ভ্যালি যৌথভাবে কাজ করতে পারে।

গত ১৪ই সেপ্টেম্বর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক নলেজ ওয়ার্কশপে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, বাংলাকে চিরাচরিত ও উদীয়মান ব্যাবসার যোগ্য ভূমি হিসেবে তৈরী করতে হবে এবং আমাদের দপ্তর সেই উদ্দেশ্যে কাজ করছে।

গত মাসে নিউ টাউনে সিলিকন ভ্যালি বাংলার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিনিয়োগের জন্য ইতিমধ্যেই রিলায়েন্স, অ্যামাজন, ফুজিসফটের মত নামী সংস্থারা আগ্রহ প্রকাশ করেছে। ফিনটেক হাব, যেখানে নামী আর্থিক সংস্থাগুলি আসবে, সেখানে যাতে নিরাপদ ভাবে টাকার লেনদেন সম্ভব হয়, তার জন্য এখানে সেরা প্রযুক্তি ব্যবহার করা হবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী তাঁর দপ্তরের তৈরী করা ব্লকচেন নির্ভর ক্রাউড সোর্সিং সলিউশানের ইউজার ম্যানুয়ালও প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের সরকার ফিনটেক ও ব্লকচেন প্রযুক্তিতে সেরা হওয়ার জন্য প্রয়াস চালাচ্ছে। খুব শীঘ্রই আমরা এই প্রযুক্তিতে কর্মসংস্থানের নিরিখে সেরা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করব।’

রামকৃষ্ণ মিশন পরিচালিত বিবেক তীর্থ প্রকল্পে রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তরের তৈরী ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।