সাম্প্রতিক খবর

জুলাই ২৬, ২০১৯

বাণিজ্যের জন্য অন্যতম সেরা রাজ্য বাংলা, রিপোর্ট অস্ট্রেলীয় সরকারের

বাণিজ্যের জন্য অন্যতম সেরা রাজ্য বাংলা, রিপোর্ট অস্ট্রেলীয় সরকারের

এক বাণিজ্যিক সংগঠন দ্বারা আয়োজিত কলকাতায় এক বাণিজ্যিক সম্মেলনে অস্ট্রেলীয় সরকারের একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে বলা হয়েছে বাণিজ্য এবং বিনিয়োগের নিরিখে বাংলা এক অন্যতম সেরা রাজ্য।

রিপোর্টঃ

দি রিপোর্ট, ২০৩৫ পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক কৌশলঃ রিপোর্ট প্রকাশ করে অস্ট্রেলীয় দূতাবাসের আধিকারিক বলেন, ক্ষমতা থেকে প্রদান সবকিছুর নিরিখে চারটি ক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছে, সম্পদ ও শক্তি (খনন যন্ত্রপাতি, প্রযুক্তি ও পরিষেবা), কৃষি, বৃত্তিমূলক শিক্ষা (মূলত হস্পিটালিটি প্রশিক্ষণ) এবং স্বাস্থ্য পরিষেবা।

বিগত দিনেও অনেক বিনিয়োগকারী ও শিল্পপতি যেমন বলেছেন, অস্ট্রেলীয় দূতাবাসের আধিকারিকও বলেন, বাংলা হল পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগের প্রবেশদ্বার।

উল্লেখ্যঃ

এই রিপোর্টে বাংলাকে ‘বাংলার খনি ও সম্পদের কেন্দ্র’, ‘খনিজ উৎপাদনে ভারতের তৃতীয় বৃহত্তম’, ‘পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবার হাব’, ‘পূর্ব এবং উত্তর-পূর্ব ভারত, ভারতের পূর্বদিকের দেশগুলিতে বিনিয়োগের প্রবেশদ্বার’, ‘কৃষিতে উল্লেখযোগ্য রাজ্য’ তকমা দেওয়া হয়েছে। এছাড়া, মাছ, চিংড়ি, চালের সর্বোচ্চ উৎপাদক, পাট, আলু, আনারস ও চা উৎপাদনে উল্লেখযোগ্য রাজ্য হিসেবে ধরা হয়েছে।

এছাড়া কলকাতাকে উল্লেখযোগ্য নগর কেন্দ্রিক বাজার ও দ্রুততম উন্নয়নশীল শহর হিসেবে উল্লেখ করা হয়েছে (এর পাশাপাশি ২০২১ সালের মধ্যে এশিয়ার সেরা ১০টি দ্রুততম উন্নয়নশীল শহর হিসেবে ধরা হয়েছে), বাংলা কয়লাশিল্পের হাব হওয়ায়, কৃষিতে রাজ্যের সাফল্য (কৃষি ক্ষেত্রের এনএসভিএ ১৭ শতাংশ হওয়ায় এবং সেচের জন্য) এবং পর্যটনের সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে

রিপোর্ট অনুযায়ী মুখ্য শক্তি

এই রিপোর্টে তিনটি মূল শক্তির কথা বলা হয়েছেঃ-

  • খনিজ উৎপাদনের সম্ভাবনায় জাতীয় গড়ের থেকে বেশী
  • কলকাতা পূর্বভারতের উল্লেখযোগ্য স্বাস্থ্যপরিষেবা হাব, অনেক সংখ্যক সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্র
  • জমির নথি ডিজিটাইজড করা, হাইওয়ে, রেল, বন্দরের সুবিধা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার সাফল্যঃ

এই রিপোর্টে প্রকাশিত বিভিন্ন ক্ষেত্রে বাংলার উন্নয়নের যেসব বিষয় উল্লেখ করা হয়েছে সেই সকল সাফল্য এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন দেশের এক অন্যতম সেরা বাণিজ্য সম্মেলন। গত ফেব্রুয়ারি মাসে শেষ হওয়া সম্মেলনে এসেছে ২,৮৪,২৮৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে।