সাম্প্রতিক খবর

জুলাই ১৫, ২০১৯

স্বনির্ভর গোষ্ঠীদের প্রদত্ত ব্যাঙ্ক ঋণের নিরিখে দেশের সেরা বাংলা

স্বনির্ভর গোষ্ঠীদের প্রদত্ত ব্যাঙ্ক ঋণের নিরিখে দেশের সেরা বাংলা

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ২০১৮-১৯ সালে স্বনির্ভর গোষ্ঠীদের প্রদত্ত ব্যাঙ্ক ঋণের নিরিখে দেশের সেরা বাংলা।

তিনি তাঁর একটি ফেসবুক পোস্টে লেখেন, নাবার্ডের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ ৯৭,৫৩৫টি স্বনির্ভর গোষ্ঠীকে ব্যাঙ্ক ঋণ প্রদান করেছে। এর ফলে বিপুল হারে বেড়েছে কর্মসংস্থান এবং বেড়েছে এক বিপুল সংখ্যক মানুষের আয়। তিনি এর পাশাপাশি উল্লেখ করেন, এই উপকৃতদের বেশীর ভাগই মহিলা।

ওনার ফেসবুক পোস্ট –