সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৫, ২০১৮

ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সহায়তায় বাংলা কৃষি সেচ যোজনা

ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সহায়তায় বাংলা কৃষি সেচ যোজনা

গত ১২ই সেপ্টেম্বর রাজ্য মন্ত্রীসভার বৈঠকে বাংলা কৃষি সেচ যোজনাকে অনুমোদন দেওয়া হয়। এই উদ্যোগের আওতায় কৃষকদের ক্ষুদ্র সেচ ব্যবস্থা গড়তে সাহায্য করা হবে, যার ফলে কৃষিকাজ করতে কম জল লাগবে।

জঙ্গলমহল সহ অন্যান্য জায়গায়, যেখানে জলের অভাব, সেখানকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা উপকৃত হবেন এই প্রকল্পের ফলে। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার অনেক জায়গায় বৃষ্টিপাত খুব কম। এই ক্ষুদ্র সেচের মাধ্যমে মূলত আনাজ, ও ফলের চাষ করা যাবে এই অঞ্চলে।

নানা পরীক্ষা নিরীক্ষার পর বিভিন্ন ক্ষুদ্র সেচ পদ্ধতির মধ্যে থেকে রাজ্য কৃষি দপ্তর দুটি পদ্ধতি বেছে নিয়েছে। সেগুলি হল, ড্রিপ ও স্প্রিঙ্কল সেচ পদ্ধতি। এর ফলে সেচের কাজ হবে সহজ।

ড্রিপ পদ্ধতিতে সেচে একর পিছু খরচ হয় ৭০,০০০ টাকা এবং স্প্রিঙ্কল পদ্ধতিতে একর পিছু ২০,০০০ টাকা। এই খরচ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বহন করতে হবে না। রাজ্য সরকার তাদের খরচ বহন করবে। এর জন্য বাংলা কৃষি সেচ যোজনার জন্য ৩৫ কোটি টাকার তহবিল রাখা হয়েছে এবং ভবিষ্যতে এর পরিমাণ বাড়তে পারে।